Connect with us
ক্রিকেট

সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবির ইতিবাচক বার্তা

BCB's positive message about Shakib's return to the country
সাকিবের দেশে ফিরে অবসরের বিষয়ে কথা বলেছেন বিসিবি বস। ছবি- সংগৃহীত

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে নাটকীয়তা কম হয়নি। এ ইস্যুতে অনেকদিন ধরেই আলোচনা চলছে। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সাকিবের দেশে ফেরা নিয়ে ইতিবাচক বার্তা এসেছে। এই তারকার দেশে ফিরে অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে বলে জানিয়েছে বিসিবি।

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি তার। বাংলাদেশের জার্সিতে সর্বশেষ পাকিস্তান ও ভারত সিরিজের টেস্টও খেলেছেন দেশের বাইরে থেকেই। আর ভারতেই টেস্ট ও টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই তারকা। টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে অবসর নিলেও টেস্টে বাংলাদেশের মাটি থেকেই অবসর নেওয়ার ইচ্ছা জানিয়েছিলেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।

তবে সাকিবের নিরাপত্তা ইস্যুতে দেশে ফেরা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হওয়া এক গার্মেন্টসকর্মীর হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। যার ফলে তার দেশে ফেরা নিয়ে নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে।

আরও পড়ুন:

» বাংলাদেশ নিম্নমানের ক্রিকেট খেলছে, বলছেন আকাশ চোপড়া

» বাংলাদেশের নেইমার ভক্তদের জন্য বড় সুখবর 

সাকিব দেশে ফিরতে বোর্ডের কাছে কয়েকটি শর্ত রেখেছিলেন। তবে এর আগে জানানো হয়েছিল, বোর্ড তার সব শর্ত পূরণ করতে পারবে না। ফলে তার দেশে ফিরে অবসরের বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়ে। তবে এবার এ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ সোমবার (৭ অক্টোবর) মিরপুরে বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক। এ সময় সাকিবের অবসর তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তার দেশে এসে অবসর নেওয়ার ভালো সম্ভাবনা আছে।’

বিসিবির হাতে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা খুব বেশি নেই, তাই সরকারের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হলেই সাকিব ফিরতে পারবেন বলে জানান ফারুক, ‘আমি তো বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে খুব বেশি ক্ষমতা নেই। এজন্য সাকিবের ব্যাপারটা সরকারের পক্ষ থেকে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী, সরকার, উপদেষ্টা যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন তার নিরাপত্তার বিষয়ে।’

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট