বাংলাদেশ ক্রিকেটের দুই মহারথী সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একজন দেশের ইতিহাসেরই সেরা ওপেনার, আরেকজন বিশ্বসেরা অলরাউন্ডারের আসন দখল করে আছে দীর্ঘ দিন যাবত। এই দুই ‘সাবেক’ বন্ধুর মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্কের কথা জানে না এমন ক্রিকেট ভক্ত দেশে হয়তো আর খুঁজে পাওয়াই মুশকিল। ২০২৪ বিপিএলের চট্টগ্রাম পর্বে এসে এই তিক্ততা যেন আরও কয়েকগুণ বেড়ে গেল!
ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম পর্বে অনুষ্ঠিত ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকা তামিমের উইকেট নিয়ে তামিমের দিকে তাকিয়ে নিজের স্বভাবজাত উদযাপন করেন সাকিব। পরে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব আল হাসান।
তবে মেহেদী মিরাজের বলে ক্যাচ আউট হলে সাকিবের মত হুবহু উদযাপন কিছুটা ব্যাঙ্গাত্নকভাবে নকল করেন বরিশালের কাপ্তান তামিম ইকবাল। বিষয়টি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বড় পর্দায় ধরা পড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও রীতিমতো আলোড়ন তুলেছে। ঘটনাটি দেশের ক্রিকেট ভক্তদের মাঝেও তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ‘সাবেক’ দুই বন্ধুর মধ্যকার চলমান দ্বৈরথ যে সহসাই থামছে না তা এই ঘটনা থেকে যেন আরও স্পষ্ট হয়ে গেল।
দেশের ক্রিকেটের দুই তারকার এমন ঘটনায় বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে প্রশ্ন করা হলে জবাবে তিনি জানান, ‘এসব তো আপনারাও ভীষণ উপভোগ করেন। আপনারাও তো এমন রোমাঞ্চকর কিছু দেখতে চান। আমিও উপভোগ করেছি, এটা টুর্নামেন্টের জন্য ইতিবাচক।’
সেই ম্যাচে অবশ্য ব্যাট হাতে দুই ক্রিকেটারই জ্বলে উঠেছিলেন। চট্টলার ছেলে তামিম ইকবাল ব্যাট হাতে ১৯ বলে ৩ চার ও ২ ছয়ের মারে ৩৩ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাকিব করেন ১৫ বলে ২৯ রান। ইনিংসে তার ব্যাট থেকে আসে ৪ টি চার ও ১ টি ছয়। তবে এদিন এক উইকেটে ম্যাচ জিতে শেষ হাসিটা হেসেছিল সাকিবের রংপুর রাইডার্স।
আরও পড়ুন: প্রকাশিত হলো আইপিএলের প্রথম অংশের সূচি
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এমএস/এফএএস