Connect with us
ক্রিকেট

বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে যে সমাধান দিল বিসিবি

BCB_BPL
বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিরসনে পদক্ষেপ নিয়েছে বিসিবি। ছবি- সংগৃহীত

বিপিএলের এবারের আসরে অনেকগুলো ক্ষেত্রে পরিবর্তনের আশ্বাস দিয়েছিল বিসিবি। যে কারণে এবারের আসর ঘিরে দর্শকদের আগ্রহ-উদ্দীপনার কমতি ছিল না। তবে পরিবর্তনের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম এবং অব্যবস্থাপনা দেখা গেছে। বিশেষ করে ক্রিকেটারদের সময়মতো পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে।

পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে বেশি আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। শুধু পারিশ্রমিক ইস্যুই নয়, বিদেশি ক্রিকেটারদের সময়মতো দেশে ফেরা নিয়ে বিভিন্ন ইস্যু তৈরি হয়েছিল। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে এ ধরনের অনিয়মের কথা দেশের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও উঠে এসেছে। যে কারণে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এই ইস্যুতে নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেট বোর্ড। এই ইস্যু সমাধানে পদক্ষেপ নিয়েছে বিসিবি। বিপিএলের পরবর্তী আসর থেকে বিদেশি ক্রিকেটারদের সকল দায়িত্ব নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি পদক্ষেপের কথা জানিয়েছে বিসিবি।

আরও পড়ুন:

» তামিমকে অধিনায়ক করে ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ

» চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাড়তি দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারেই দেখভাল করবে বিসিবি। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফি’র দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং এটি যথাসময়ে-স্বচ্ছতার সঙ্গে প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হবে।’

বিসিবি আরও জানিয়েছে, ‘বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য সমস্ত লজিস্টিকস ব্যবস্থা তদারকি করা হবে বোর্ডের পক্ষ থেকে। কেবল তাই নয়, খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করাসহ বিসিবি সকল আর্থিক প্রোটোকল নিশ্চিতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।’

বিপিএলের স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখতে বিসিবি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘এ ধরনের পদক্ষেপ বিপিএলের স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। এতে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের জন্য একটি পেশাদার পরিবেশ নিশ্চিত হবে।’

বিসিবির এ ধরনের পদক্ষেপ অনিয়ম এবং অব্যবস্থাপনা দূর করে বিপিএলে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট