Connect with us
ফুটবল

বাফুফের নব নির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা বিসিবির

BFF Presinet and BCB President
তাবিথ আওয়াল এবং ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সভাপতি সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়ালকে আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা জানিয়েছে।

গতকাল (শনিবার) ১২৩ ভোট পেয়ে বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন এই নির্বাচনে।

বিসিবির সভাপতি ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে তাবিথ কে শুভেচ্ছা জানিয়ে বলেন,’ তাবিথ আওয়াল এবং বাফুফের নির্বাহী কর্মকর্তাদের শুভেচ্ছা জানাই। বাংলাদেশ ফুটবল অঙ্গনের জন্য এটা একটি মনে রাখার মত দিন। আমি মনে করি, তাবিথের নিবেদন ও ভিশন বাংলাদেশ ফুটবলকে অনন্য শিখরে নিয়ে যাবে।’

বিসিবি এবং বাফুফে এক সঙ্গে মিলে কাজ করে বাংলাদেশ ক্রীড়া উন্নতি করার আহ্বান জানিয়ে ফারুক বলেন, ‘বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের একই লক্ষ্যে আমরা বাফুফের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

এ নির্বাচনের আগেও বাফুফে দায়িত্ব পালন করেছেন ফারুক । ২০১২ ও ১৬ সালে বাফুফের সহসভাপতি ছিলেন তিনি। ২০২০ সালেও সহসভাপতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। তবে মহিউদ্দিন আহমেদ মহীর সঙ্গে সমান ভোট পাওয়ার পর পুনঃনির্বাচনে অল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন এই নব সভাপতি।

আরও পড়ুনঃ ভুটানকে কাঁদিয়ে আবারও সাফের ফাইনালে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৭ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল