Connect with us
অন্যান্য

বন্যার্তদের পাশে দাঁড়াতে বিসিবির বিবৃতি

Crifo BCB
বন্যার্ত মানুষের সহায়তায় বিসিবি। ছবি - সংগৃহীত

বাংলাদেশের বেশ কিছু জেলা বন্যার কড়াল গ্রাসে বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের কয়েকটি উপজেলার অবস্থা সবচেয়ে বেশি সংকটাপন্ন। তাদের সহায়তায় এগিয়ে আসতে শুরু করেছে দেশের সর্বস্তরের মানুষ। এবার এই বন্যার্তদের জন্য সাহায্যের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সদ্য নির্বাচিত সভাপতি ফারুক আহমেদ বিসিবির পাশাপাশি দেশের অন্যান্য মানুষদেরও বন্যার্ত অসহায়দের সহায়তার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আজ শুক্রবার (২৩ আগস্ট) বিসিবির প্রকাশিত এক বিবৃতিতে তারা বন্যার্তদের জন্য উদ্বেগ প্রকাশ করে সমবেদনা জানায়। এছাড়া যত দিন প্রয়োজন তারা ত্রাণ, সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে যাবে বলে জানায়। বিবৃতি আরও উল্লেখ করা হয়, তারা সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

আরও পড়ুন:

» সাকিবের নামে মামলা নিয়ে সংবাদ ছেপেছে আন্তর্জাতিক গণমাধ্যম

» ফেনীর বন্যায় পানিবন্দী সাইফউদ্দিনও, ফেসবুকে জানালেন আকুতি

বন্যা কবলিত এলাকা ও সেখানকার মানুষদের নিয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বন্যা কবলিতদের নিয়ে আমরা চিন্তিত। এই দু:সময়ে তাদের পাশে দাঁড়াতে ক্রিকেট বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ পৌঁছে দিতে আমরা ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। এই সংকট কাটিয়ে উঠতে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে প্রস্তুত আছি।’

‘এই কঠিন সময়ে সব ধরনের সহায়তার জন্য বিসিবি নিবেদিত ও প্রস্তুত আছে। যে কোনো কাজের যোগান দিতে আমাদের সমন্বয় অব্যাহত রাখতে চাই। এই সময়ে সকলের প্রতি আমাদের আহ্বান, নিজ নিজ জায়গা থেকে সবার প্রচেষ্টা যেন অব্যাহত থাকে’ – আরও যোগ করেন বিসিবি বস।

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য