ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আসন্ন আসরের নিলামের আগে খেলোয়াড় ধরে রাখার নিয়ম শনিবার জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল (রবিবার) ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে।
রিটেনশন’ এবং ‘রাইট-টু-ম্যাচ’ নিয়ম অনুযায়ী ফ্রাঞ্চাইজিগুলো ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারে। এই ৬ জনের মধ্যে যেকোনো জাতীয় দলে খেলা সর্বোচ্চ ৫ জন এবং ভারতের জাতীয় দলে খেলা সর্বোচ্চ ২ জন কে দলের সাথে রাখতে পারবে দলগুলো।
খেলোয়াড় ধরে রাখার সাত নম্বর নিয়মে আছে, এক জন আন্তর্জাতিক খেলোয়াড়কে আবারও ঘরোয়া খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হবে যদি সেই খেলোয়ার সংশ্লিষ্ট মৌসুমের পূর্বে পাঁচ বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ না খেলে থাকেন বা জাতীয় দলের অংশ না করেন এবং বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন। এই নিয়ম শুধু ভারতীয় খেলোয়াড়দের জন্যই প্রযোজ্য।