আইপিএলের আসন্ন ১৮ তম আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর দুইদিন ব্যাপী সৌদি আরবের জেদ্দায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হবে এবারের মেগা নিলাম।
তবে এবার বড় চমক হলো এবারের মেগা নিলামের আগেই পরবর্তী তিন আইপিএল আসরের শুরু ও শেষের সম্ভাব্য সময় দলগুলোকে অবগত করেছে বিসিসিআই। আইপিএল ইতিহাসে এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। মূলত ব্যস্ত আন্তর্জাতিক সূচির সঙ্গে খাপ খাওয়াতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
২০২৫ আইপিএল সূচি অনুযায়ী শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। অন্যদিকে ২০২৬ আইপিএল শুরুর সম্ভাব্য সময় ১৫ মার্চ থেকে এবং টুর্নামেন্টের ফাইনাল হওয়ার সম্ভবনা রয়েছে ৩১ মে।
সবশেষ ২০২৭ আইপিএল আসর শুরুর সম্ভাব্য সময় ১৪ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে। ভারতীয় দর্শকদের কথা বিবেচনা করে সবগুলো আসরের ফাইনাল রাখা হয়েছে দেশটির সাপ্তাহিক ছুটির দিন রবিবারে।
আরও পড়ুন:
» বাংলাদেশের ক্রিকেটে কে এই নতুন তামিম
» প্রথম ম্যাচে হারের পরেও প্রশংসায় ভাসছেন সাকিব
২০২৫ ও ২০২৬ উভয় আইপিএল আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে ৮৪ টি করে। তবে ২০২৭ আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়বে ১০ টি অর্থাৎ ২০২৭ আইপিএল আসরে ৯৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সাধারণ প্রতিবছর আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে সমন্বয় করে এবং ফ্রাঞ্চাইজিদের মতামত নিয়ে তারপর সিদ্ধান্ত গ্রহণ করে আসছে বিসিসিআই। তবে এবার আগেভাগেই কাজটা সম্পন্ন করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে করে বিভিন্ন রকমের সুবিধা ভোগ করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের ফলে আগেভাগেই একটা দল গঠনের সবরকমের পরিকল্পনা সাজাতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। কোন বিদেশি খেলোয়াড় কখন ফ্রি থাকবেন, কখন থাকবেন না সবকিছুই জানা যাবে। এছাড়াও ক্রিকেটারও আগেভাগেই বোর্ডের সঙ্গে আলোচনা করে এনওসি নেওয়ার সুযোগ পাবে।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/এসআর/বিটি