Connect with us
ক্রিকেট

মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করলো বিসিসিআই

Gautam Gambhir and Morne Morkel
ভারতের নতুন বোলিং কোচ হলেন মরকেল। ছবি - সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে আসেন রাহুল দ্রাবিড়। এরপরই বেশ জল্পনা শুরু হয়, কে হতে যাচ্ছেন টিম ইন্ডিয়ার পরবর্তী গুরু। অবশেষে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ওপেনার ও আইপিএলে মেন্টর হিসেবে দারুণ ভূমিকা রাখা গৌতম গম্ভীরকেই রোহিত-কোহলিদের কোচ হিসেবে ঘোষণা করে বিসিসিআই।

দায়িত্ন নেয়ার পর প্রথম থেকেই গম্ভীরের ইচ্ছে ছিল, তার পছন্দসই স্টাফদের নিয়ে তিনি তার কোচিং প্যানেল সাজাবেন। যেখানে বোলিং কোচ হিসেবে গম্ভীরের পছন্দ ছিল দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল। অবশেষে এই প্রোটিয়া কোচকেই দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে বিসিসিআই। এর ফলে গৌতমের কোচিং প্যানেলও পেল পূর্ণতা।

ম্যান ইন ব্লুদের বর্তমান কোচিং প্যানেলে হেড কোচ গৌতম গম্ভীরের পাশাপাশি সহকারী কোচ হিসেবে আছেন নেদারল্যান্ডসের রায়ান টেন ডেস্কাটে ও ভারতের অভিষেক নায়ার। আর ফিল্ডিং কোচ হিসেবে আছেন টি. দিলিপ।

আরো পড়ুন : কষ্টের দিনগুলো ভুলে দ্রুত মাঠে ফিরতে চান এবাদত

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, বিসিসিআইয়ের বোলিং কোচ হিসেবে সবচেয়ে পছন্দের তালিকায় ছিলেন মরনে মরকেল ও ভারতের আর. বিনয় কুমার। কিন্তু শেষ পর্যন্ত এই প্রোটিয়াকেই কোচ হিসেবে বেছে নিলো (১৪ আগস্ট) ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোলিং কোচ হিসেবে গম্ভীরের পছন্দের একজন মরনে মরকেল। এর আগে আইপিএলে ও দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দুই মৌসুম একসাথে কাজ করেছেন তারা। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান দলের সাথে কাজ করা মরকেলের নাম তাই গম্ভীরই বোর্ডের কাছে সুপারিশ করেছিলেন।

আসন্ন বাংলাদেশ সিরিজ থেকেই ভারতের ডাগআউটে থাকার বিষয়ে মরকেল নিশ্চয়তা দিয়েছেন। তাই এখন প্রশ্ন, সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ভারতের বোলিং কোচের দায়িত্বে থাকা সাইরাজ বাহুতুলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে ভারতের ক্রিকেট বোর্ড।

ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট