Connect with us
ক্রিকেট

ভারতের কোচ হতে কোনো অস্ট্রেলিয়ানকে প্রস্তাব দেয়নি বিসিসিআই

BCCI has not offered any Australian to coach India
রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়। তার অধীনে এ কয় বছরে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে দুর্দান্ত খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এ সময়ে কোন বৈশ্বিক আসরের শিরোপাই জিততে পারেনি ভারত। তাই নতুন প্রধান কোচের সন্ধানে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই যেখানে আবেদন করার শেষ সময় ২৭ মে।

ইতোমধ্যে বিসিসিআইয়ের ডাকে সাড়া দিয়ে অনেক কোচেরই আবেদন সেখানে জমা পড়েছে। তবে ভারতীয় কিছু সংবাদমাধ্যম সম্প্রতি খবর প্রকাশ করে, ক্রিকেট বোর্ড নাকি পন্টিং-ল্যাঙ্গারের মত বেশ কিছু নামি-দামি কোচের সঙ্গে যোগাযোগও করেছে। সম্প্রতি আইসিসি রিভিউতে দেয়া সাক্ষাৎকারে পন্টিং নিজেও এ কথা স্বীকার করেছিলেন। কিন্তু অজি কোচদের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাবের বিষয়টিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ।

এ প্রসঙ্গে এই বোর্ড কর্তা বলেন, ‘এমন কোনো প্রস্তাব আমি বা বোর্ডের অন্য কোন কর্তার থেকে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দেওয়া হয়নি। কিছু কিছু সংবাদমাধ্যমে এ ধরনের যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলো সত্য নয়।’

বিসিসিআইয়ের পরিকল্পনা, ভারতীয় ক্রিকেট সম্পর্কে যাদের অঢেল জ্ঞান ও অনেক অভিজ্ঞতা আছে এমন কাউকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া। এ ব্যাপারে জয় শাহ আরও বলেন, ‘ভারত দলের দায়িত্ব দিতে আমরা একজন যোগ্য কোচ খুঁজছি। একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আগাচ্ছি। কোচ হিসেবে আমরা এমন একজনকে চাইছি যার ভারতীয় ক্রিকেটের কাঠামো সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে এবং অভিজ্ঞতা অর্জন করে এখন সর্বোচ্চ স্তরে অবস্থান করছেন। এমন একজনকে বেছে নিতেই আমরা প্রক্রিয়াধীন আছি।’

বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে এখন পর্যন্ত ২০২১ ও ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলেও দু’বারই রানার্সআপ হতে হয়েছে কোহলি-রোহিতদের। আর গতবছর ঘরের মাঠে তো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও হারতে হয়েছে তাদের।

আরও পড়ুন: শান্তদের হতাশার দিনে ইমরুল কায়েসের রহস্যময় স্ট্যাটাস 

ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট