Connect with us
ক্রিকেট

আইপিএলে ১২ ভারতীয় বোলারের ওপর শর্ত আরোপ করল বিসিসিআই

১২জন বোলারের ‍উপর সতর্কতা (ছবি- বিসিসিআই)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যে। এর আগেই ১২ ভারতীয় বোলারের ওপর কিছু শর্ত আরোপ করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এ শর্ত প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলকে জানিয়ে দেয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, আইপিএলের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ। এই দুটি বিশ্ব আসরে যেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় এ বোলারদের পাওয়া যায়, তার জন্যই এমন নির্দেশনা দিয়েছে বিসিসিআই।

এই ১২ বোলার আইপিএলের ৭টি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলবেন। তাদের মধ্যে গুজরাট টাইটান্সে মুহাম্মদ শামি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে মুহাম্মদ সিরাজ, কলকাতা নাইট রাইডার্সে উমেশ যাদব ও শার্দুল ঠাকুর, চেন্নাই সুপার কিংসে দীপক চাহার, দিল্লি ক্যাপিটালসে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল, রাজস্থান রয়্যালসে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চহাল এবং সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, উমরান মালিক এবং ওয়াশিংটন সুন্দর।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, এ বোলারদের খুব সাবধানে ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নেটে তাদের অতিরিক্ত বোলিং করানো যাবে না। বিসিসিআই সব সময় ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ করবে। কোনও বোলারের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে বোর্ডকে জানাতে হবে।

এদিকে সম্প্রতি ভারতের বেশ কিছু বোলার ইনজুরিতে আছেন। তাদের মধ্যে ঋষভ পন্থ, জাসপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ারদের আবার কবে মাঠে ফিরবেন তা নিয়েও সংশয় রয়েছে। পন্থ ছাড়া বাকি দুজনই খেলতে গিয়ে চোতে পরেন।

অপরদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আগে যেন আর কোনও ক্রিকেটার চোতে না পরেন, এ জন্য কড়া পদক্ষেপ নিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে বিরল ইতিহাস গড়লেন রশিদ খান

ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট