পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে পাকিস্তান সফরে যাচ্ছেন বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট ও ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী পেসার রজার বিনি পাকিস্তান সফরে যাচ্ছেন।
বিসিসিআই-এর পক্ষে পিসিবির সঙ্গে বৈঠক করতে পাকিস্তান সফরে যাচ্ছেন তিনি। সফরে তার সঙ্গী হচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুকলা।
পাকিস্তান সফরের এই তথ্য ভারতের সংবাদ সংস্থা এএনআই-কে নিশ্চিত করেছেন বিনি নিজেই।
সংবাদ সংস্থাটিকে বিনি জানান, ‘আমি সর্বশেষ পাকিস্তান গিয়েছি ২০০৬ সালে, তখন ওখানকার মানুষের মধ্যে ভারতের ক্রিকেট ও সিনেমা নিয়ে খুব উচ্ছ্বাস ছিল। আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে পারস্পারিক বৈঠকের জন্য যাচ্ছি।’
আজ বুধবার (৩০ আগস্ট) পাকিস্তানে প্রথম ম্যাচের মাধ্যমে শুরু হচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তান ও নেপাল।
সংবাদ মাধ্যমের মতে, পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আমন্ত্রণে এশিয়া কাপ দেখতে পাকিস্তান যাচ্ছেন বিনি।
আরও পড়ুন : এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আজ, কাল মাঠে নামবে বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৩/এমএইচ