আইপিএলের গত আসরে চালু হওয়া দুই নিয়ম নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে কর্তৃপক্ষ। ২০২৪ আইপিএল থেকে ইমপ্যাক্ট প্লেয়ার ও ওভারে দু’টি করে বাউন্স দেয়ার নিয়ম চালু করেছিল তারা। কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার বা দ্বিতীয় ইনিংসে একজন বাড়তি বোলার বা ব্যাটার খেলানোর এই নিয়ম নিয়ে রোহিত শর্মাসহ অনেক সাবেক তারকাদেরই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফ্র্যাঞ্চাইজি লিগ কর্তৃপক্ষকে।
ভারতের জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এই দু’টি নিয়ম বিসিসিআইয়ের পর্যালোচনায় রয়েছে। তবে এখনো তারা সিদ্ধান্তে পৌঁছায়নি আগামী আসরে নিয়ম দু’টি কার্যকর রাখবে কিনা। আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনো নিয়ম এখনো করা হয়নি। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম তে নেই ই, ওভারে সর্বোচ্চ একটি বাউন্স দেয়ার নিয়ম রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে।
যদিও ওভারে দুই বাউন্সের নিয়মের সিদ্ধান্তটি বোলাররা খুব ভালোভাবে গ্রহণ করেছিল। অনেকেরই ধারণা ছিল, আইপিএলে এবার ব্যাটার ও বোলারদের মাঝে কিছুটা হলেও সমতা বিরাজ করবে। কিন্তু গত আসরে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের ইতিহাস গড়ে দলগুলো। এই দুই নিয়মের পরিবর্তন প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্তা জানান, ‘বিষয়টি নিয়ে আলোচনা এখনো চলমান। আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি।’
এই দুই নিয়ম প্রথম চালু হয়েছিল ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। আগামী নভেম্বর মাস থেকে নতুন মৌসুমের খেলা মাঠে গড়ালেও প্রতিযোগিতাটিতে এই নিয়ম দু’টি বলবৎ থাকবে কিনা সেটা এখনো জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই নিয়ম দু’টি নিয়ে জল্পনা এখনো থামছেই না।
তবে এই দুই নিয়মের পক্ষেও যে কেউ নেই বিষয়টি এমনও নয়৷ লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর জহির খানই ইমপ্যাক্ট প্লেয়ারের ইতিবাচক দিক তুলে ধরে বলেন, ‘এই নিয়মের কারণে ভারতীয় ক্রিকেটারদের খেলার সুযোগ বেড়েছে। এটা ভালো দিক আর এতে অলরাউন্ডারদের সুযোগ কমে যাচ্ছে বলে আমি মনে করি না। যে কোনো ভালো অলরাউন্ডার সুযোগ পাবেই। তবে যারা অর্ধেক অলরাউন্ডার, তাদের জন্য হয়তো সুযোগটা কম।’
সাবেক সতীর্থের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনিও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের পক্ষেই কথা বলেছেন।
এই নিয়ম দু’টি থাকবে কি না সে প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিসিআইয়ের সচিব ও নতুন আইসিসি সভাপতি জয় শাহও। তিনি জানান, ‘বিসিসিআইয়ে খুব শীঘ্রই আমরা এ বিষয়ে একটি সভার আয়োজন করবো। সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।’
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৪/এমএস