দেশের ফুটবলে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা যা এর আগে কখনো ঘটেনি। বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলারের কাছে ৬৪ বোতল মদ পাওয়া গেছে। পাঁচ ফুটবলার হলেন- তপু বর্মন, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ।
গত ১৯ সেপ্টেম্বর মালদ্বীপের মালেতে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরার সময় অবৈধ মদ এনেছিলেন ওই পাঁচ ফুটবলার। পরদিন (২০ সেপ্টেম্বর) হযরত শাহজালাল বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তাদের কাছে ৬৪ বোতল বিদেশি মদ পান। তবে অনেকে মনে করেন, মদের বোতল আরো বেশি ছিলো।
পাঁচ ফুটবলারের এমন কর্মকাণ্ডের পর বসুন্ধরা কিংস তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। এ বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানান, ‘পাঁচজন ফুটবলার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এজন্য তাদেরকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টির আরো তদন্ত চলছে। আমরা সবার সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলছি।’
তবে মদ আনার বিষয়টি স্পষ্ট করেননি বসুন্ধরা কিংসের সভাপতি। তিনি জানান, ‘তদন্ত করে এক সপ্তাহের মধ্যে জানানো হবে কী কারণে তাদের নিষিদ্ধ করা হয়েছে।’
আগামী ২৪ অক্টোবর মোহনবাগানের সাথে এএফসি কাপের পরবর্তী ম্যাচটি খেলবে বসুন্ধরা কিংস। আগামী এক সপ্তাহর ম্যধেই জানা যাবে এই পাঁচ ফুটবলার পরবর্তী ম্যাচে থাকবে কি না।