হার দিয়ে আসর শুরু করেও টানা দুই জয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে আফগানিস্তানকে ২১ রানে হারিয়েছে সৌম্য সরকাররা।
মঙ্গলবার (১৮ জুলাই) কলম্বোতে প্রথমে ব্যাটিং করে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩০৮ রান করে সাইফ হাসানের দল। জবাবে ৮ উইকেটে ২৮৭ রানে শেষ হয় আফগানদের ইনিংস।
কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ হাসান করেন ২৫ রান। তানজিদ ৯ করে ফেরার পর নাঈম ১৮ ও অধিনায়ক সাইফ হাসান চার রান করে আউট জন। ৩৪ রানে তিন উইকেট হারানো দলকে উদ্ধার করেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। চতুর্থ উইকেটে ১১৭ রান জড়ো করেন তারা।
জাকির ৬২ করে ফিরলে সৌম্য সরকারকে নিয়ে জয় দলকে টেনে নেন। সৌম্য ৪৮ করে আউট হন। জয় এগিয়ে চলেন সেঞ্চুরির পথে। সৌম্যর পর আকবর আলি এসে মাত্র চার রান করেন। জয় পুরোপুরি ১০০ করে আউট হন। মাহেদি হাসান অপরাজিত ৩৬ করে স্কোর ৭ উইকেটে ৩০৮-এ নিয়ে যান।
আফগানদের হয়ে ভালো ব্যাটিং করেন রিয়াজ ও বাহির। রিয়াজ ৭৮ ও বাহির ৫৩ রান করেন। এছাড়া নুর আলী ও শহীদুল্লাহ দুজনই রান করেন ৪৪ করে।
টাইগারদের হয়ে বল হাতে তানজিদ হাসান সাকিব ৩টি, সৌম্য সরকার ও রকিবুল ২টি করে এবং রিপন মন্ডল একটি উইকেট নেন।
স্বাগতিক শ্রীলংকার কাছে হেরে আসর শুরু করা বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। সমান ৪ করে পয়েন্ট হলেও রানরেট ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কা বা আফগানদের মধ্যে যে কোনো একটি দল বাংলাদেশের সঙ্গী হবে। ওমান কোনো জয় পায়নি।
আরও পড়ুন: মিয়ামিকে মেসির ধন্যবাদ, মঞ্চে দাঁড়িয়েই জানালেন পরিকল্পনা