এশিয়া কাপটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। গ্রুপপর্বের প্রথম ম্যাচের মতো সুপার ফোরের প্রথম ম্যাচেও দেখা মিলেছে নড়বড়ে বাংলাদেশের। যার ফলে বড় ব্যবধানে হারতে হয়েছে সাকিব আল হাসানদের। কিন্তু যে মাঠে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে জয় পেলো, সেই মাঠে বাংলাদেশের এই অবস্থা কেন?
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মেরে কেটে ১৯৩ রান তোলে বাংলাদেশ। বোলিংয়ে যেয়ে প্রায় ৪০ওভার বোলিং করে মাত্র ৩টি উইকেট শিকার করে। হারে ৭ উইকেটে।
বাংলাদেশের হারের ৫টি কারণ খুঁজে বের করেছেন ক্রিকেটবোদ্ধারা।
দুর্বল ব্যাটিং লাইন: লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে কোন রান আসেনি। যা রানের খাতাকে ছোট করে রেখেছে।
টপঅর্ডারে দ্রুত উইকেট পতন: দলীয় ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। সাকিব-মুশফিক জুটির পর আবারও পুরোনো চেহারা। ১৯০ রানে ৬ উইকেট। পরে ১৯৩ রানে অলআউট।
জুটি বড় করতে না পারা: সাকিব-মুশফিক ছাড়া আর কেউই জুটি বাধতে পারেনি। যা রান বড় করার অন্তরায় হয়েছে।
ভুল শট সিলেকশন: লিটন,নাঈম , তাওহীদ হৃদয় এবং মিরাজরা যেসব বলে আউট হয়েছেন, সেগুলোর সিলেকশন খুবই ভুল ছিল।
পাকিস্তানের শক্ত বোলিং লাইন: হারিস রউফ, নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদিদের মতো গতিশীল বোলারদের বোলিংয়ের সামনে বিশ্বের বড় বড় ব্যাটাররাও পরাস্ত হয়েছে। তাই বাংলাদেশের ব্যাটিং লাইনও পরাস্ত হয়েছে বারবার।
আরও পড়ুন: আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব-মিরাজ
ক্রিফোস্পোর্টস/৭সেপ্টেম্বর২৩/এজে