সিলেটের মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও আফগানদের হারালো সাকিব বাহিনী। প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের সহজ জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আর এই জয়ের মধ্য দিয়ে টানা তিনটি সিরিজ জিতলো বাংলাদেশ।
এর আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। শুধু এ বছরই নয়, ২০২১ সালেও টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
রবিবার (১৬ জুলাই) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ১১৬ রান করে সফরকারীরা। জবাবে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১৯ রানের। লিটন দাস ও আফিফ হোসেনের ওপেনিং জুটিতে ভর করে ৫ বল হাতে রেখে ৬ উইকেটে সহজ জয় পায় স্বাগতিকরা।
৬৭ রানের ওপেনিং জুটি গড়ে দিয়ে মুজিবের বলে ফিরে যান লিটন (৩৫)। একই ওভারে আফিফ ফিরে যান ২৪ রানে। পরের ওভারে শান্ত (৪) ফিরে গেলে হঠাৎ দুশ্চিন্তা উঁকি দেয় ভক্তদের মনে। তবে সাকিব-হৃদয় জুটি সেই শঙ্কা কাটিয়ে দলকে জয়ের বন্দরে নেয়।
জয় থেকে ১২ রান দূরে থাকতে হৃদয় ফিরে যান ১৯ রানে। তবে শামীমকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। বল হাতে দুটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৮ রান করেন সাকিব।
এর আগে ওমরজাই ২৫, ইবরাহিম ২২ এবং কারিম জানাতের ২০ রানে ভর করে ১১৬ রান তোলে আফগানরা। তাসকিন আহমেদ ৩টি এবং সাকিব ও মুস্তাফিজ দুটি করে উইকেট নেন।
আরও পড়ুন: টাইব্রেকারে হারল বাংলাদেশের মেয়েরা
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই/এজে