Connect with us
ফুটবল

বিচ ফুটবল বিশ্বকাপ ২০২৪ : কে জিতলেন কোন পুরস্কার

বিচ ফুটবল বিশ্বকাপে পুরস্কার জয়ী ফুটবলার। ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেছে বিচ ফুটবল বিশ্বকাপের এবারের আসর। যেখানে ফাইনাল ম্যাচে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এই নিয়ে সর্বোচ্চ ষষ্ঠ বার বিচ ফুটবল বিশ্বকাপের শিরোপা উদযাপন করল সেলেসাওরা। 

বিচ ফুটবলে বিশ্ব শ্রেষ্ঠত্বের আরো একটি ট্রফি ব্রাজিলের ঘরে গেলেও ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে আরও অসংখ্য পুরস্কার বাগিয়ে নিয়েছেন একাধিক দলের ফুটবলাররা। এই টুর্নামেন্টের সকল ব্যক্তিগত পুরস্কার স্পন্সর করেছে এডিডাস প্রতিষ্ঠান।

গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বল জয়ী টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন ইতালির জোসেফ জুনিয়র গেনটিলিন। ব্রাজিলিয়ান মাউরিসিনহো জিতে নিয়েছেন সিলভার বল পুরস্কার। ব্রোঞ্জ বল অ্যাওয়ার্ড পেয়েছেন বেলারুশিয়ান ফুটবলার ইহার ব্রাশটেল।

আসরে সর্বোচ্চ ১২ গোল করে গোল্ডেন স্কোরারের পুরস্কার পেয়েছেন বেলারুশের ইহার ব্রাশটেল। ৭ গোল সঙ্গে ৪ অ্যাসিস্ট করে সিলভার স্কোরার হয়েছেন পর্তুগালের লিও মার্টিন্স। ৭ গোলের এবং ১ এসিস্ট করে ব্রোঞ্জ স্কোরার পুরস্কার পেয়েছেন ইরানি ফুটবলার মোহাম্মদালী মোখতারি।

পুরো আসরে ব্রাজিলের গোল পোস্টকে আগলে রাখা থিয়াগো বোবো জিতেছেন গোল্ডেন গ্লাভ পুরস্কার। এদিকে বিচ ফুটবল বিশ্বকাপের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে পর্তুগাল। ফাইনাল ম্যাচে ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্টের রানার্সআপ হয়েছে ইতালি। আসরে তৃতীয় অবস্থান নিশ্চিত করেছে ইরান এবং চতুর্থ হয়েছে বেলারুশ।

আরও পড়ুন: হারতে হারতে শেষ সময়ে মেসির গোলে রক্ষা পেলো মায়ামি

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল