২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় উরুগুয়ের কাছে হেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপরদিকে লিওনেল মেসিদের উত্তরসূরীরা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে জয় পেয়েছে। ইউরোপীয় দেশ পোল্যান্ডকে তারা ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।
হার দিয়ে আসরের সূচনা করলেও পর পর দুই ম্যাচ জিতে শেষ ষোলোয় পৌঁছে গেছে আর্জেন্টিনার যুবারা।
আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুইদল। বল দখল থেকে শুরু করে গোল পোস্টে শর্ট নেওয়া সব কিছুতেই আর্জেন্টিনার কাছেই ছিল পোল্যান্ড। কিন্তু এতেও গোলের দেখা পাইনি তারা
এদিন আর্জেন্টিনার হয়ে গোল পেয়েছেন অ্যাজাকুয়েল লাপলেস, ফ্যাবিয়ান রুবার্ত, মার্টিন সুবিয়াব্রে এবং সান্তিয়াগো লোপেজ। ৪-০ গোলের বড় ব্যবধারে জিতিতে না পারলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেত আলবিসেলেস্ততারা। কারণ একই গ্রুপের দল সেনেগাল ও জাপান দুইটি করে ম্যাচ জিতেছে। ফলে গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলর টিকিট পেয়েছে আর্জেন্টিনা।
একইদিন জাপান সেনেগালকে হারিয়েছে ২-০ ব্যবধানে। ফলে আর্জেন্টিনার সঙ্গে এই দুদলই সমান তিনটি ম্যাচে ৬ পয়েন্ট করে পেয়ে যায়। তবে আর্জেন্টিনা ৫টি গোল ব্যবধানে এগিয়ে আছে, বিপরীতে সেনেগাল জাপানের চেয়ে এগিয়ে ২ গোলে। ফলে সমান পয়েন্ট পেলেও জাপানকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।
আরও পড়ুন: মাঠে মেসির সঙ্গে ধাক্কাধাক্কির মূল কারণ জানা গেল
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৩/এমএ