‘এটা সত্যিই বিশেষ এক মুহূর্ত ছিল। বিশ্বকাপে কেবল ক্রিকেটটাই একমাত্র বিষয় নয়। দলগুলোর জন্য এটা একটা সুযোগ। আর এখানে থাকার যোগ্যতা তারা অর্জন করে নেয়।’ বৈশ্বিক টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে আসা উগান্ডা দলের ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানোর পর এমন কথাই বলেছেন অজি অধিনায়ক মিচেল মার্শ।
অন্যান্য দলগুলোর জন্য বিশ্বকাপ জয়ের যেমন আনন্দ থাকে, ঠিক তাই যেন উগান্ডা পাচ্ছে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে। আর সেই আনন্দটাই বহু গুণে বেড়ে গেল অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের সঙ্গে ভাব বিনিময় কালে। অজি অধিনায়ক মিচেল মার্শ ও ওপেনার ডেভিড ওয়ার্নার দেখা করেছেন উগান্ডা দলের খেলোয়াড়দের সাথে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ব্রিজটাউনে, উগান্ডার প্রভিডেন্সে। প্রস্তুতি ম্যাচ খেলতে দুই দলই অবস্থান করছিল ত্রিনিদাদের একই হোটেলে। সেই ম্যাচের দিনই অজি ক্রিকেটাররা উপস্থিত হন উগান্ডার ড্রেসিংরুমে। ক্রিকেটারদের সাথে মার্শ-ওয়ার্নাররা মেতে ওঠেন আড্ডায়। এ সময় মার্শ গায়ে জড়িয়ে নেন উগান্ডার জার্সি, উগান্ডার ক্রিকেটারদের সাথে মিশে গিয়ে ছবিও তোলেন।
ডেভিড ওয়ার্নারকেও উগান্ডার জার্সি উপহার দেওয়া হয়। এরপর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের স্বাক্ষর করা উগান্ডার একটি জার্সি দলটির ক্রিকেটারদের হাতে তুলে দেন ডেভিড ওয়ার্নার। পরবর্তীতে মিচেল মার্শ মুহূর্ত গুলোকে বিশেষ উল্লেখ্য করে বুঝিয়েছেন, বিশ্বকাপ কেবল ক্রিকেট নয়, এর বাইরেও আছে সৌজন্যতা ও প্রীতি।
এর আগে অবশ্য উগান্ডা দলের বিশ্বকাপ জার্সি নিয়ে উঠেছিল বিতর্ক। বিশ্বকাপে নিজেদের প্রথম পছন্দের জার্সি নিয়ে খেলতে পারছে না তারা। মূলত জার্সির ডিজাইনে উগান্ডার জাতীয় পাখি সারসের পালকযুক্ত প্যাটার্ন থাকায় স্পন্সরের লোগো অস্পষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই আইসিসির নির্দেশনা মোতাবেক জার্সির ডিজাইনে কিছুটা পরিবর্তন আনে উগান্ডা।
২০ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে উগান্ডা রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনি। এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে বড় পরাজয় বরণ করেছে আফ্রিকার ছোট এই দলটি।
আরও পড়ুন: তাসকিনকে নিয়ে সুখবর, দেখা যেতে পারে শ্রীলঙ্কা ম্যাচে!
ক্রিফোস্পোর্টস/৪জুন২৪/এফএএস