Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ

ভারতের ক্রিকেট দলের জন্য বড় দুঃসংবাদ ইনজুরি। ছবি- গুগল

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ আর অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে। বড় দুটি আসর সামনে রেখে টুর্নামেন্টের ফেবারিট দল ভারতের জন্য বড় দুঃসংবাদ ইনজুরি। একের পর এক ক্রিকেটারের ইনজুরির ফলে চিন্তার ভাঁজ এখন টিম ইন্ডিয়া শিবিরে।

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত উইকেটকিপার ব্যাটার রিশভ পন্তও দলে নেই। এবার নতুন দুঃসংবাদ উড়ে এলো-ব্যাটার শ্রেয়াস আইয়ারকে নিয়েও চিন্তার ভাঁজ। আসন্ন দুটি বড় আসরেই এই মিডল অর্ডার ব্যাটারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এনসিএ এর সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে।

বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে পিঠের ব্যথা থেকেই ইনজুরি শুরু শ্রেয়াসের। এই চোটে আইপিএল ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও মিস করেছেন তিনি। বর্তমানে বেঙ্গালুরুতে এনসিএতে রিহ্যাবে রয়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

অপরদিকে বিশ্বকাপের আগে দলের সিনিয়র ক্রিকেটারদের অফফর্ম ও ইনজুরি নির্বাচকদের চাপ বাড়িয়ে দিয়েছে। বিশ্ব আসরে দীর্ঘ দিন শিরোপাহীন ভারত ঘরের মাঠে সুযোগটি হাতছাড়া করতে চাইবে না। তবে ঘরের মাঠে সব পরিবেশ অনুকূলে হলেও দলে ইনজুরিই এখন বড় প্রতিপক্ষ।

আরও পড়ুন: এবারের বিপিএলের সম্ভাব্য সময় নির্ধারণ, দল বাড়ার আভাস

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট