Connect with us
ক্রিকেট

শেষ ম্যাচের আগে দলের জন্য দোয়া চাইলেন শান্ত

BD SHANTO
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে দোয়া চাইলেন অধিনায়ক শান্ত। ছবি- বিসিবি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই পরাজিত হয়েছে টিম টাইগার। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে শঙ্কা জেগেছে হোয়াইটওয়াস হওয়ার। সেই লক্ষ্যে আগামীকাল ভোর চারটায় সিরিজের শেষ ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে শেষ ম্যাচের জন্য দোয়া চাইলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর আগে সিরিজের বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আশা জাগিয়েছিল সৌম্য সরকারের অসাধারণ ইনিংস। তবে এরপরও জয়ের ধারায় ফিরতে পারেনি দল। সেই ম্যাচে কিউইদের কাছে সাত উইকেটে পরাজিত হয় টাইগাররা।

দ্বিতীয় ম্যাচের মতো একক পারফরম্যান্স দেখা গেলেও দলীয় প্রচেষ্টা ছাড়া ম্যাচ জয় সহজ হবে না বলে জানান শান্ত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘দেখা গেল সৌম্য একাই ম্যাচটা ক্যারি করেছে। এছাড়া মাঝে সেরকম একটা কেউ রান করেনি। আমার মনে হয় এমন ধরণের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। যা পরের ম্যাচে করার চেষ্টা করব।’

সাকিব-তাসকিনদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা দলে না থাকলেও তরুণদের ভালো করার সামর্থ্য আছে বলে জানান শান্ত, ‘আমার কাছে মনে হয় এই দলটা আগের দল থেকে একটু ভিন্ন। সেই তুলনায় বেশ কিছু ভালো জিনিস ছিল এই দলে। যেমনটা বললাম রিশাদের বোলিং কিংবা নতুন বলে শরিফুল যেমন করছে। আমাদের চিন্তা করতে হবে এই জায়গায় কিভাবে আরেকটু দল হিসেবে আমরা খেলতে পারি।’

আগামীকাল শেষ ম্যাচে যেন দলগত পারফরমেন্সের মাধ্যমে ভালো কিছু করে হোয়াইটওয়াশ এড়াতে পারে বাংলাদেশ, সেজন্য দোয়াও চাইলেন শান্ত। তিনি বলেন, ‘আরেকটা হোয়াইটওয়াশের সামনে দাঁড়ায়ে, দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।’

নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘এমন কন্ডিশনে আগেও খেলেছি। টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আমার মনে হয় আরেকটু ভালো হতে পারতো আমার ব্যাটিং পরিকল্পনা। কিন্তু দুইটা ইনিংসে পারিনি, তাই বলে চিন্তা করছি না। কারণ একজন ব্যাটার প্রতিদিন রান করবে এমন নয়। চেষ্টা করব যেদিন রান পাই তা যেন ইমপ্যাক্টফুল হয়।’

আরও পড়ুন: প্রোটিয়াদের উচ্ছ্বাস থামিয়ে সিরিজ জিতল ভারত

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট