তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কিউইদের হারিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টিম বাংলাদেশ। সেই লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেও বেরসিক বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেটি। এতে করে সিরিজ হারের সম্ভাবনা আর না থাকলেও শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চায় বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সেই আশার বাণী শোনালেন তাওহীদ হৃদয়।
ওয়ানডে বিশ্বকাপের বছরে টি-টোয়েন্টি ফরমেটে দারুণ ছন্দে রয়েছে টাইগাররা। বছরে এখন পর্যন্ত খেলা তিনটি সিরিজে ঘরের মাঠে প্রতিপক্ষকে কুপোকাত করেছে বাংলাদেশ। এবার নিজেদের সক্ষমতা প্রমাণ করার পালা দেশের বাইরে। সেই লক্ষ্যে আগামীকাল বছরের শেষ দিন মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় সকাল ৬ টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগার।
সংবাদ সম্মেলনে শেষ ম্যাচে বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হৃদয় বলেন, ‘আমাদের চিন্তা ভাবনা আগের ম্যাচগুলোর মতই থাকবে এই ম্যাচেও। আমরা মনে করি এটি একটি ভালো সুযোগ। আমাদের নিজেদের যতটুকু পোটেনশিয়াল আছে তা ওখানে দেখানোর চেষ্টা করব। আশা করি, আমরা যে ধারাবাহিকতায় আছি ইনশাআল্লাহ সেটা অব্যাহত থাকবে।’
হৃদয় প্রত্যাশা করেন ভালো কিছুই হবে, ‘অনুধাবন করতে পারি, আমার কাছে টি-টোয়েন্টি সম্পূর্ণ আলাদা একটি ফরম্যাট। আরো ভালো কিছু করার আছে এখানে। আমি মনে করি আমাদের দল ভালো একটা অবস্থায় আছে; যেখানে প্রত্যেকটা ব্যাটার ভালো ছন্দে আছে। এখান থেকে যদি দুই একজন ভালো খেলতে পারি তাহলে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।
গোটা বছর জুড়েই টি-টোয়েন্টিতে ভালো করছে বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করাসহ আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে টাইগাররা। এবার নিউজিল্যান্ডের মাটিতে বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। যেখানে ভালো কিছুর আশায় করছেন তাওহিদ হৃদয়।
আরও পড়ুন: মোহাম্মদ হাফিজের মন্তব্যে খোঁচা দিলেন প্যাট কামিন্স
ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৩/এসএফ/এজে