টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ সমাপ্তির পর আগামী শুক্রবার (২২ মার্চ) মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। তবে এর আগে তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে বড় দুঃসংবাদ পেল সফরকারী শ্রীলঙ্কা।
আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে নিষিদ্ধ হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
গতকাল (১৮ মার্চ) ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে আম্পায়ারের সঙ্গে আচরণবিধি ভঙ্গ করেন হাসারাঙ্গা। ম্যাচের ৩৭তম ওভারে আম্পায়ারের সিন্ধান্তে ভিন্ন মত পোষণ করেন এবং তার কাছ থেকে ক্যাপ ছিনিয়ে নেন। এর ফলে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে এই সিরিজ থেকে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হাসারাঙ্গা। এ নিয়ে গত ২৪ মাসে মোট ৮ টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।
এর আগে মাত্র ৪ টি টেস্ট খেলেই ২০২৩ সালের আগস্টে অবসরের ঘোষণা দেন হাসারাঙ্গা। মূলত সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্তের কথা জানান এই লঙ্কান অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই অবসর ভেঙে দলে ফিরেছিলেন তিনি। তবে দলে ফিরলেও এ যাত্রায় আর সাদা জার্সি গায়ে জড়ানো হচ্ছেনা এই অলরাউন্ডারের।
আরও পড়ুন: লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত মুশফিক
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৪/এমটি