নিষেধাজ্ঞার খড়গ নেমে এলো রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার জুড বেলিংহামের ওপর। লা লিগায় রিয়ালের সবশেষ ম্যাচের শেষ বাঁশি বাজার পর রেফারির উপর প্রতিক্রিয়া দেখানোয় লাল কার্ড দেখেন এই ইংলিশ মিডফিল্ডার। সাথে রেফারির প্রতি অবজ্ঞাসূচক মনোভাব দেখানোর কারণে এবার দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন তিনি।
এর ফলে লিগে রিয়ালের পরবর্তী দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতাকে। লস ব্লাংকোসদের পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ সেল্টা ভিগো ও ওসাসুনা। বেলিংহামের লাল কার্ড পাওয়ার ঘটনাটি ঘটে গত শনিবার ভেলেন্সিয়া-রিয়াল মাদ্রিদের মধ্যকার উত্তেজনাকর ম্যাচটিতে।
ভেলেন্সিয়ার মাঠে অতিরিক্ত সময়ে স্কোরলাইন তখনও ২-২ সমতায়। যোগ হওয়া সময়ে প্রতিপক্ষের ডি-বক্সে তখন রিয়াল আক্রমণে আছে। বক্সের ডান প্রান্ত থেকে ব্রাহিম দিয়াজের ক্রসে মাথা ছুঁইয়ে বেলিংহাম ঠিকই জালে বল জড়িয়ে ফেলেছেন। কিন্তু বল জালের দেখা পাওয়ার আগেই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোয় গোলটি বাতিল হয়ে যায়।
জিততে যাওয়া ম্যাচটি তাই ২-২ সমতায় শেষ হয়। তখনই রিয়াল মাদ্রিদের ফুটবলাররা বিক্ষুব্ধ হয়ে রেফারি জেসুস গিল মানজানোকে ঘিরে ধরেন। তখনই গোল বাতিলের সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখানোয় বেলিংহামকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। বেলিংহাম এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের পাশাপাশি লা লিগারও শীর্ষ গোলদাতা। লিগে ২২ ম্যাচে মোট ১৬ বার বল জালে জড়িয়েছেন এই তরুণ তুর্কি। লিগের এমন গুরুত্বপূর্ণ সময়ে এসে বেলিংহামকে ছাড়াই পরের দুই ম্যাচ খেলতে হবে লস ব্লাংকোসদের।
আরও পড়ুন: এমবাপ্পের দলে থাকা কেন গুরুত্বপূর্ণ টের পেল পিএসজি
ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/এমএস/এমটি