Connect with us
ক্রিকেট

ভারতের কোচ হিসেবে যেসব সুবিধা পাচ্ছেন গৌতম গম্ভীর

Gautam Gambhir
গৌতম গম্ভীর। ছবি - সংগৃহীত

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় যুগের সমাপ্তি ঘটলো। শেষটা প্রায় ১৭ বছর পর দলকে বিশ্বকাপ জিতিয়ে রাঙিয়েই করলেন দ্রাবিড়। টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব থেকে দ্রাবিড় সরে যাওয়ায় এবার তার জায়গায় হেড কোচের দায়িত্ব পেলেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। গত মঙ্গলবার ভারতের বিশ্বকাপজয়ী ওপেনারকে দলের দায়িত্ব তুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

সবশেষ আইপিএলেই কলকাতার মেন্টর হিসেবে শিরোপা জিতেছেন গম্ভীর। আইপিএল ছেড়ে এবার জাতীয় দলের দায়িত্ব নিলেন। তাই বলাই যায়, হেড কোচ হিসেবে বেতন ও সুযোগ-সুবিধার দিক থেকে কোনো কমতি থাকবে না গম্ভীরের জন্য। যদিও নতুন কোচ কত টাকা বেতন পাবেন সেটা এখনো জানা যায়নি।

সদ্য বিদায়ী কোচ রাহুল দ্রাবিড় বিসিসিআই থেকে ১২ কোটি রুপি বেতন পেতেন। এখন সবার আগ্রহ গম্ভীর কত টাকা বেতন পাবেন সেটা নিয়ে। এ প্রসঙ্গে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এখনো গম্ভীরের সঙ্গে বোর্ডের বেতন নিয়ে আলোচনা শেষ হয়নি। এ বিষয়ে বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘গৌতমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের দায়িত্ব গ্রহণ। বেতন ও অন্যান্য বিষয়াদি নিয়ে তিনি অতটা চিন্তিত নন।’

আরো পড়ুন : বিসিবিকে বিদায় বলে দিয়ে কোথায় যাচ্ছেন সেই কিউরেটর

তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, হেড কোচ হিসেবে দ্রাবিড়ের চেয়েও বড় অঙ্কের বেতন পাবেন গম্ভীর। এর বাইরেও অন্যান্য সুযোগ-সুবিধা তো থাকছেই।

হেড কোচ হিসেবে দেশের বাইরে সফরে গেলে প্রতিদিন ভাতা হিসেবে পাবেন ২৫০ মার্কিন ডলার (প্রায় ২১ হাজার রুপি)। যাতায়াতের জন্য থাকবে বিজনেস ক্লাসের টিকিট। পাশাপাশি হেড কোচের আবাসন ও লন্ড্রির মত ব্যয়গুলোও বিসিসিআইয়ের পক্ষ থেকে বহন করা হয়। নিজে দায়িত্ব গ্রহণের পর গম্ভীর এখন তার কোচিং স্টাফদের নিয়োগে ব্যস্ত সময় পার করছেন।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট