আজ (সোমবার) পোর্তোর মুখোমুখি হয়েছিল বেনফিকা। এ ম্যাচে এঞ্জেলো ডি মারিয়ার জোড়া গোলে ৪-১ ব্যবধানে পোর্তোকে হারিয়েছে বেনফিকা। এ জয়ের সুবাদে শেষ ১০ ম্যাচে ৮ ম্যাচ জিতলো এই ক্লাবটি
এদিন খেলা শুরুর ৩০ মিনিটের মাথায় বেনফিকাকে এগিয়ে নেন আলভারো ক্যারেরাস। বক্সের ভিতর থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জোরান এই স্ট্রাইকার। এর ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান কেরেম আক্তুরকোগলু। বক্সের মাঝে পাওয়া বল উড়িয়ে পারেন তিনি। ফলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই ফুটবলার।
বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে পোর্তোকে সমতা আনেন সামু ওমোরোডিওন। ফ্রান্সিসকো মৌরার ক্রসে দুর্দান্ত ভাবে বেনফিকার জালে বল পাঠান সামু। ফলে ১-১ ব্যবধান নিয়ে বিরতিতে যান ডি মারিয়ারা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক হয়ে উঠে বেনফিকা। ৫০ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট নেন আর্জেন্টাইন ফরওয়ার্ড ডি মারিয়া। তবে পোর্তোর গোলরক্ষক দারুণ ভাবে ঠেকিয়ে গোল সেভ করেন। ৫৬ মিনিটের মাথায় ডি মারিয়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যাই বেনফিকা। বক্সের মাঝ থেকে নীচের বাম কোণে বাঁ পায়ের শটে বল জালে জোড়ান তিনি।
এরপর গ্যালেনোর বাড়ানো বলে গোল শোধ করার সুযোগ পান ফাবিও ভিয়েরা। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। কিছুক্ষণ পরেই পাল্টা আক্রমণে যাই বেনফিকা। নেহুয়েন পেরেজের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ হয় এই ক্লাবটির। নির্ধারিত সময়ের শেষের দিকে পেলাল্টিতে গোল করেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার ডি মারিয়া। ফলে ৪-১ ব্যধানের বড় জয় পায় বেনফিকা।
আরও পড়ুনঃ জাতীয় দলে ছন্দে থাকা সৌম্য ডাক পেলেন টি-টেন লিগে
ক্রিফোস্পোর্টস/১১ নভেম্বর ২৪/এইচআই