Connect with us
ক্রিকেট

রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলে বড় উন্নতি বেঙ্গালুরুর

Bengaluru makes big move up points table after beating Rajasthan
রাজস্থানকে ৯ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের চতুর্থ জয়ের দেখা পেয়েছে। আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে দলটি। এতে পয়েন্ট টেবিলে বড় উন্নতির মুখ দেখেছে কোহলিরা।

আজ (রবিবার) জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। জবাবে খেলতে নেমে ১৭.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ে দুই ধাপ এগিয়ে টেবিলের তিনে উঠে এসেছে দলটি।

এদিন রানতাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ এনে দেন ফিল সল্ট ও বিরাট কোহলি। ইনিংসের নবম ওভারে দলীয় ৯২ রানের মাথায় ফিরে যান সল্ট। সাজঘরে ফেরার আগে ৩৩ বলে ৫ চার ও ৬ ছক্কার মারে ৬৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ওপেনার।

আরও পড়ুন:

» নিষেধাজ্ঞা প্রত্যাহারের আপিলের পর উল্টো শাস্তি বাড়ল হৃদয়ের

» বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা, খেলবে বিশ্বকাপ 

সল্ট ফেরার পর দেবদূত পাডিক্কাল ও কোহলির ৮৩ রানের অপরাজিত জুটিতে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেঙ্গালুরু। কোহলি ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কার মারে ৬২ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ২৮ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন সল্ট। রাজস্থানের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন কুমার কার্তিকেয়া।

এর আগে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন যশস্বী জয়সওয়াল। এছাড়া রিয়ান পরাগ ৩০ রবং ধ্রুব জুরেলের ব্যাট থেকে আসে ৩৫ রান। বেঙ্গালুরুর হয়ে সমান একটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল, ক্রুনাল পান্ডিয়া ও জশ হ্যাজেলউড।

সংক্ষিপ্ত স্কোর :

রাজস্থান রয়্যালস: ১৭৩/৪ (২০ ওভার)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৭৫/১ (১৭.৩ ওভার)
ফলাফল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৯ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট