রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের অধ্যায় শেষ হয়েছে করিম বেনজেমার। মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সী ফরাসি এই স্ট্রাইকার।
লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে এবং রিয়ালের হয়ে নিজের শেষ ম্যাচে গোল করে নিজের বিদায়টা আরও রঙিন করলেন তিনি। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
এদিন ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুদল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালের জালে বল জড়িয়ে এগিয়ে যায় বিলবাও। ম্যাচের ৪৯তম মিনিট নিজেদের ও ম্যাচের প্রথম গোলের দেখা পায় বিলবাও।
পরে ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল ৭২তম মিনিটে সমতায় ফেরে। স্পট কিকে মাঝ বরাবার শট কাজে লাগান বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে তার ৩৫৪তম গোল ছিল এটি। এর পর গ্যালারিতে দাঁড়িয়ে বেনজেমাকে অভিনন্দন জানান রিয়াল সমর্থকরা।
প্রসঙ্গত, এদিন তাকে বিদায়ী সংবর্ধনা দেয় রিয়াল। রিয়াল থেকে বিদায় নেওয়া বেনজেমা সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে লা লিগায় মোট ৩৮ ম্যাচে ২৪ জয় ও ছয়টিতে ড্র করে ৭৮ পয়েন্টে এবারের আসর শেষ করেছে রিয়াল। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবলের তিনে রয়েছে আতলেতিকো। আর এ লিগে চ্যাম্পিয়ন বার্সেলোনা আসর শেষ করে ৮৮ পয়েন্ট নিয়ে।
আরও পড়ুন: এবার লুকা মদ্রিচও সৌদি ক্লাবের রাডারে
ক্রিফোস্পোর্টস/৫জুন২৩/এসএ