Connect with us
ফুটবল

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মরক্কোর নারী ফুটবলার বেনজিনা

হিজাব পরে ফুটবল বিশ্বকাপ মাঠে মরক্কোর বেনজিনা
হিজাব পরে বিশ্বকাপের মাঠে নামেন মরক্কোর নারী ফুটবলার নোহাইলা বেনজিনা। ছবি- গুগল

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে চলমান নারী ফুটবল বিশ্বকাপে আরববিশ্বের প্রথম দেশ হিসেবে খেলছে মরক্কো। বিশ্বকাপের নবম এ আসরে নতুন এক ইতিহাস গড়েছেন দেশটির নারী ফুটবলার নোহাইলা বেনজিনা।

রবিবার গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে হিজাব পরে মাঠে নামেন তিনি। এতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বেনজিনা। কেননা প্রথম কোনও ফুটবলার হিজাব পরে বিশ্বকাপের ম্যাচ খেলেছেন তিনি। ম্যাচটিতে ১-০ গোলে জয়ও তুলে নেয় তার দল।

এর আগে মাথা ঢেকে মাঠে নামার অনুমোদন ছিল না ফিফার। তবে ২০১৪ সালের পর এ আইন প্রত্যাহার করে নেয় ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে বেনজিনার হিজাব পরে মাঠে নামাকে সমর্থন করে মরক্কোর অধিনায়ক গিজলেন চেবাক বলেন, নারী বিশ্বকাপে আরববিশ্বের প্রথম দেশ হিসেবে আমরা এবার খেলার যোগ্যতা অর্জন করেছি। বিশ্বকাপ খেলতে পারা আমাদের কাছে অনেক বেশি গর্বের।

আরও পড়ুন: এবার উয়েফা কনফারেন্স লিগে নিষিদ্ধ হলো জুভেন্টাস

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল