Connect with us
ফুটবল

হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি তাবিথ

Hamza Choudhuri and BFF president Tabith Awal
হামজার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি। ছবি- বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে অবস্থান করছেন ইংল্যান্ডের লন্ডনে। একই দেশের ভিন্ন শহরে রয়েছেন বাংলাদেশ ফুটবলের নতুন তারকা হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সকল ছাড়পত্র পেয়েছেন তিনি। শোনা যাচ্ছিল বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ইংল্যান্ডে গেলেও সুযোগ পেলে হামজার সঙ্গে দেখা করবেন বাফুফের সভাপতি।

এবার তেমনটি হয়েছে লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে। লন্ডন থেকে দুই ঘন্টা ভ্রমণ করে হামজাদের খেলা দেখতে গিয়েছিলেন তাবিথ আউয়াল। তার সঙ্গে ছিলেন নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। সেখানে গিয়ে তারা হামজা চৌধুরী এবং তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খেলা শেষে নৈশভোজেও অংশ নেন তারা।

Hamza's family and BFF officials met

হামজার পরিবারের সঙ্গে বাফুফে কর্তারা।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে বাফুফে। গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষের লেস্টার সিটির ম্যাচ দেখেন বাফুফে কর্তারা। অবশ্য এদিন মাঠে নামা হয়নি হামজার। সাম্প্রতিক সময়ে টিম কম্বিনেশনের কারণে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের এই তারকা ফুটবলার।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের গুঞ্জন অনুযায়ী লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে ধারে খেলতে যেতে পারেন হামজা। এর আগে ২০১৫-১৬ মৌসুম থেকে লেস্টার সিটির সঙ্গে রয়েছেন হামজা। তাকে বসিয়ে না রেখে ধারে শেফিল্ডে খেলাতে চায় লেস্টার সিটি। তবে বিষয়টি এখনও রয়েছে আলোচনার পর্যায়ে। তাই কবে নাগাদ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন হামজা, তা নিয়ে এখনও রয়েছে ধোয়াশা। 


আরও পড়ুন:

» নতুন চুক্তিতে মিনিট প্রতি রোনালদোর আয় ৪৭ হাজার!

» অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, গুনতে হবে কত?


তবে বাংলাদেশের এখন মূল লক্ষ্য এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন। হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে বাড়তি নজর থাকবে গোটা এশিয়ান ফুটবলের। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারকে কেন্দ্র করেই নিজেদের পরিকল্পনা সাজাতে চাইবে বাংলাদেশ। আর জানা গেছে এরই মধ্যে হামজাকে মোকাবেলা করতে প্রস্তুতি শুরু করেছে ভারত।

মার্চে ফিফা উইন্ডোর আগে লেস্টার সিটির হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী ১৫ মার্চ হয়েছে হামজা চৌধুরীর শেষ ম্যাচ। যদি তার আগে শেফিল্ড না যাওয়া হয় এবং তিনি ও তার ক্লাব সম্মত হলে দ্রুতই বাংলাদেশের সঙ্গে যোগ দিতে পারেন হামজা। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে ২৫ মার্চ

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল