
আর্থিক অনিয়মের কারণে গত ২০১৮ সাল থেকে ফিফার নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে। ৬ বছরের মাথায় মিললো সুসংবাদ, নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। এখন থেকে স্বাভাবিক কিস্তিতে ফিফার আর্থিক অনুদান পাবে দেশের শীর্ষ ফুটবল নিয়ন্তা সংস্থা।
গতকাল শুক্রবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। মূলত ফিফার প্রদত্ত অর্থ নির্দিষ্ট খাতের বাইরে ব্যয় করা এবং খরচে যথাযথ নিয়ম না মানায় এই নিষেধাজ্ঞায় পড়েছিল বাফুফে।গত ছয় বছর ধরে বাফুফেকে অর্থ বরাদ্দ করা হচ্ছিল অনেক বেশি কিস্তিতে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, ছয় বছর পর ফিফার দেওয়া সীমিত অর্থায়নের নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসেছে বাফুফে। ফিফা আজ আমাদের এই অগ্রগতির কথা জানিয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে এটি করতে সক্ষম হয়েছি, যা অতীতে করা যায়নি।
আরও পড়ুন:
» এন্টারটেইনার্স ক্রিকেট লিগের ম্যাচসহ আজকের খেলা (৮ মার্চ ২৫)
» ভারতকে সামলাতে সৌদির মাটিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ
প্রতি বছর সদস্য দেশগুলোকে সাধারণত দুটি বা তিনটি কিস্তিতে ১ লাখ ২৫ হাজার ডলার বরাদ্দ করে ফিফা। তবে গত ছয় বছর ধরে বাফুফে অনেক বেশি কিস্তিতে টাকা পেত। প্রতি বছর তাদেরকে সমপরিমাণ অর্থ দেওয়া হতো ১২টি কিস্তিতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে দুটি বা তিনটি কিস্তিতে পুরোটা পাবে।
গত বছরের অক্টোবরে বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হন তাবিথ। এরপর তিনি একবার ফিফা সভাপতির সঙ্গে এবং দুবার এএফসি সভাপতির সঙ্গে দেখা করেছেন। শুধু তাই নয়, তিনি ফিফা ও এএফসি সদর দপ্তরও পরিদর্শন করেছেন, যাতে বাংলাদেশে ফিফার অডিট টিমের সফর এগিয়ে আনা যায়।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৫/এজে
