Connect with us
ফুটবল

হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে

Javier Cabrera Crifo
হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে খুব ভালো সময় পার করছে জামাল ভূঁইয়ারা। ক্যাবরেরার  অধীনে বাংলাদেশের উন্নতি দেখে তার চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জামাল ভূঁইয়াদের স্প্যানিশ এই কোচের সঙ্গে বাফুফের চুক্তি ছিল চলতি বছর পর্যন্তই। তবে তা আরো এক বছর বাড়িয়ে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই এই চুক্তি নবায়ন করা হয়েছে। একই সাথে তার দাবি এবং পারফরম্যান্স বিবেচনায় তার সন্মানি আগের চেয়ে কিছুটা বৃদ্ধি করা হয়েছে।

সর্বপ্রথম ২০২২ সালে ক্যাবরেরার সঙ্গে ১১ মাসের একটি চুক্তি করে বাফুফে। পরবর্তীতে তার কোচিংয়ে সন্তুষ্ট হয়ে পুনরায় এক বছর মেয়াদ বৃদ্ধি করে বাফুফে। তবে দ্বিতীয় দফায় তার বেতন বৃদ্ধি না পেলেও তৃতীয় দফায় তা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালে ক্যাবরেরার অধীনে ১২ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫ জয়, ৪ হার ও ৩ টি ম্যাচে ড্র করেছে জামাল ভূঁইয়ারা। সবশেষ ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে র‍্যাঙ্কিয়ে এগিয়ে থাকা লেবাননের সাথে দুর্দান্ত একটি ড্র করেছে বাংলাদেশ।

 

আরও পড়ুন: মুশফিকের বিরল আউট নিয়ে যা বললেন মিরাজ

ক্রিফোস্পোর্টস/০৬ডিসেম্বর২৩/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল