Connect with us
ফুটবল

পার্বত্য অঞ্চল থেকে নারী ফুটবলার বাছাই করবে বাফুফে

Bangladesh Women Football Team
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবলের উন্নয়নে পার্বত্য তিন অঞ্চল থেকে ফুটবলার বাছাই করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ (সোমবার) মহিলা ফুটবল কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

বাংলাদেশ নারী ফুটবলকে শক্তিশালী করণে অনেক বেশি অবদান রয়েছে পার্বত্য অঞ্চলের মেয়েদের। কেননা বয়স ভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দলে পার্বত্য অঞ্চলের একাধিক মেয়েরা খেলে থাকেন। তাই নারী দলকে আরও শক্তিশালী করতে পার্বত্য অঞ্চলে আলাদাভাবে নজর দেবে বাফুফে।

পার্বত্য অঞ্চল নিয়ে কাজ করার জন্য এরই মধ্যে অর্থ পেয়েছে বাফুফে। আগামী ফেব্রুয়ারী মাসে বান্দরবানে পাঁচ দিনের একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে পাবর্ত্য অঞ্চলের যেকোনো নাগরিক (বাঙালি কিংবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সকলের জন্য উন্মুক্ত) অংশগ্রহণ করার সুযোগ পাবে।

এই কর্মসূচির আওতায় প্রথম দিন পার্বত্য অঞ্চলের স্থানীয় কোচদের ট্রেনিং দেওয়া হবে। যারা খেলায় অংশ নিতে ইচ্ছুক তাদেরকে অনুশীলন করাবেন এই কোচরা। এরপর তারা বিভিন্ন দলে ভাগ হয়ে ম্যাচ খেলবেন এবং সেখান থেকে ১৫ জন জনকে বাছাই করা হবে।

এক বছরের জন্য এই ১৫ জন ফুটবলারের পড়াশোনার ব্যয় বহন করবে বাফুফে। পরবর্তীতে যারা ভালো করবে তারা বাফুফের ক্যাম্পে আসার সুযোগ পাবে।

আরও পড়ুন: ২০২৪ সালে ব্রাজিল ও আর্জেন্টিনার সকল ম্যাচের সময়সূচি 

ক্রিফোস্পোর্টস/০১জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল