Connect with us
ফুটবল

প্রবাসী ফুটবলার নিয়ে জানা গেল বাফুফের বিশেষ পরিকল্পনা

Three foreign players of Bangladesh; Shamit Shome, Cavan Sullivan and Fahanedul Islam
বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা থাকা প্রবাসী ফুটবলার। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে প্রশান্তির সুবাতাস বইছে হামজা চৌধুরী আগমনের পর থেকেই। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই খেলোয়াড়কে কেন্দ্র করে দেশের ফুটবলের প্রতি নতুন করে ভক্তদের তৈরি হয়েছে উন্মাদনা। যদিও আরেক ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দেয়া প্রসঙ্গে বিতর্ক উঠেছিল অনেক।

প্রবাসী ফুটবলারদের অবহেলা করার নানা অভিযোগ উঠলেও সেই বিষয়টি উড়িয়ে দিয়েছে বাফুফে। এবার দেশের বাইরে থাকা ফুটবলারদের নিয়ে নিজেদের বিশেষ পরিকল্পনা জানালো দেশের ফুটবল ফেডারেশন। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম চৌধুরী জানিয়েছে জুন মাসে প্রবাসী ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়াল অনুষ্ঠিত হবে। যেখানে থাকবে অন্তত ৩০ ফুটবলার।

দেশের এক গণমাধ্যমকে ফাহাদ বলেন, ‘বাইরে অনেক প্রবাসী ফুটবলাররা আছে, যারা এর আগে সুযোগ পেত না কিংবা যোগাযোগ করা হতো না। আমরা চেষ্টা করছি একটা ভালো পুল অব প্লেয়ার আনতে। এ নিয়ে আমি নিজ থেকেই যোগাযোগ করেছি। তাদের নিয়ে আমরা এক দিন নয়, তিন থেকে পাঁচ দিনের একটি ট্রায়াল করব। আমাদের ৩০ জনের বেশি প্রবাসী ফুটবলারের একটি পুল হয়েছে।’

জুনের শেষে বসতে পারে প্রবাসী ফুটবলারদের হাট। ফাহাদ বলেন, ‘২৫ জুনের পর তারা আসতে পারে। আশা করি সবাই আসবে, তবু হয়তো সংখ্যাটা কিছুটা কমতে পারে। তবে ট্রায়ালের পরিকল্পনা করবে টেকনিক্যাল বিভাগ। তাদের পরিকল্পনায় সভাপতি অনুমোদন দিলে আমি সেই ফুটবলারদের ট্রায়ালের জন্য আসতে বলব। তাদের মধ্যে কারও যদি সম্ভাবনা থাকে, তাহলে আমরা বয়সভিত্তিক দলে নেওয়ার প্রস্তাব করব।’

তিনি আরও যোগ করেন, ‘আবার যদি দেখি কেউ অবিশ্বাস্য রকমের ভালো এবং জাতীয় দলে খেলার জন্য উপযোগী, তাদের জাতীয় দলের ক্যাম্পে পাঠাব। অবশ্য এটা কোচের ব্যাপার।’ কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সমিত সোমকে নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে দেশের ফুটবলে। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ মিডফিল্ডারকে বাংলাদেশে এ বছরই দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

» অভিষেক ম্যাচে নিজ জন্মভূমির বিপক্ষেই আব্বাসের বিশ্বরেকর্ড

» বিদেশি লিগে কবে খেলতে যাবেন ছাড়পত্র পাওয়া ৬ ফুটবলার?

ফাহাদ বলেন, ‘সমিত সোমের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। আশা করি, তাঁকে এ বছর যেকোনো একটা ম্যাচে আমরা খেলাতে পারব।’ সমিত ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আছেন কুইন সুলিভান। তবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা এই ফুটবলারের সঙ্গে এখনো যোগাযোগ হয়নি বাফুফের। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও অভিষেক হয়ে যেতে পারে তার।

ফাহাদ আরও বলেন, ‘কুইন সুলিভানের সঙ্গে এখনো আমাদের কারও যোগাযোগ হয়নি। ফেসবুকে তো অনেক কিছুই দেখা যাচ্ছে, সব তো আর বিশ্বাস করা যায় না। ভালোভাবে খোঁজখবর নেওয়ার পর হয়তো যোগাযোগ করব। অক্টোবরে দু-একজন ফুটবলার আসতে পারে। কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা বেশ কাছাকাছি পর্যায়ে আছি। নামগুলো এখন বলতে চাচ্ছি না। বিভিন্ন মাধ্যমে নাম চলে এলে তারা নার্ভাস হয়ে যেতে পারে।’

যোগাযোগ করা হয়েছিল জাপান প্রবাসী রিকুতো হাসিমোতোর সঙ্গেও। ফাহাদ বলেন, ‘সে জাপানের প্রথম স্তরের লিগের ক্লাবে (ভিসেল কোবে) আছে। জাপানের লিগ তো অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে সে জাপানের হয়েই খেলার আশা করছে। কিন্তু আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছি। যদি সে মনে করে জাপানে খেলার সুযোগ নেই, তাহলে হয়তো বিবেচনা করবে। তবে এই মুহূর্তে সে এটা ভাবছে না।’

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল