জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। বিশ্ব মাতানো এই টুর্নামেন্টের নারী ও পুরুষ ক্যাটাগরিতে এবার নাম উঠতে যাচ্ছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। আগামী রবিবার নিলাম হবে। শুরুতে হবে বিগ ব্যাশ নারী টিমের নিলাম পরে পুরুষদের নিলাম।
সব মিলিয়ে এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটে ২৯ দেশের ৩৭৬ জন এবং নারীদের আসরে ১৯ দেশের ১১৬ জন ক্রিকেটারের নাম জমা পড়েছে। বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের মধ্যে আছেন তাইজুল ইসলাম ও রিপন মণ্ডল। আর নারী ক্রিকেটার হলেন জাহানারা আলম। আগামী ৭ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ।
বিগ ব্যাশের প্রতিটা আসরেই অপরিচিত বা লাইমলাইটের আলোর বাইরে থাকা কাউকে নিয়ে তাক লাগিয়ে দেয়। নেপালের লামিচানে, আফগানিস্তানের নূর আহমেদ কিংবা পাকিস্তানের হারিস রউফ ছিল বিগ ব্যাশেরই সৃষ্টি।
বাংলাদেশের রিপন মণ্ডল ভালো কিছুর আশায় নিজের নাম তুলেছেন প্লেয়ার্স ড্রাফটে। এখন পর্যন্ত কেবল দুটি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার।
জাতীয় দলের স্পিনার তাইজুল এবারই প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের নাম পাঠিয়েছেন। ৯৩টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলা তাইজুল উইকেট নিয়েছেন ৭৬টি।
জাহানারা আলম এর আগে নারীদের আইপিএল খেলেছেন। এছাড়া হংকংয়ে ফেয়ারব্রেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অভিজ্ঞতা আছে এই পেস অলরাউন্ডারের।
আরও পড়ুন: সৌদি প্রো লিগে রোনালদোর ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৩/এজে