Connect with us
ক্রিকেট

কোহলির সেঞ্চুরি সত্ত্বেও বড় হার বেঙ্গালুরুর

বিরাটের সেঞ্চুরির পরও জিতল রাজস্থান। ছবি- সংগৃহীত

৭২ বলে ১১৩ রানের ইনিংস। সেঞ্চুরিতে পৌঁছাতে খরচ করেছেন ৬৭ বল৷ যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে মন্থর গতির সেঞ্চুরি৷ অবশ্য ভিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও পায় লড়াকু সংগ্রহ৷ কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি৷ কোহলির সেঞ্চুরি সত্ত্বেও টানা তিন ম্যাচে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷

শনিবার (৬ এপ্রিল) জয়পুরে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বেঙ্গালুরুর দুই ওপেনার ফাফ ডু প্লেসি ও ভিরাট কোহলি৷ দুজনের জুটি থেকে আসে ১২৫ রান। ২ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক ফাফ ডু প্লেসি৷ অন্যদিকে ১২টি চার ও ৪ ছক্কায় ৭২ বলে ১১৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ভিরাট কোহলি। দুজনের ব্যাটে চড়ে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরও পড়ুন :

নারীদের সম্মানে বিশেষ জার্সি পরে মাঠে নামলো রাজস্থান

ফ্রান্স প্রেসিডেন্টের আশা, প্যারিস অলিম্পিকে খেলবেন এমবাপ্পে

শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতল রোনালদোর নাসর

ডিপিএলে সাকিব-তামিমের ম্যাচসহ আজকের খেলা (৬ এপ্রিল ২৪)

জবাবে ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস৷ যদিও ইনিংসের শুরুতে যশস্বী জয়সওয়ালকে শূন্য রানে ফেরান রিস টপলি। তবে শুরুর ধাক্কা ভালোমতো সামলে নেন অধিনায়ক সঞ্জু স্যামসন ও আরেক ওপেনার জস বাটলার৷ দুজনে ৮৬ বলে ১৪৮ রানের ম্যাচজয়ী জুটি গড়েন৷ ৪২ বলে ৬৯ রানের ইনিংস খেলে আউট স্যামসন৷ স্যামসনের আউটের পর বাকিপথ অনেকটা একাই পাড়ি দেন জস বাটলার৷ শেষদিকে বাটলারের ব্যাটে চড়েই জয়ের বন্দের নোঙর ফেলে রাজস্থান৷ ৯ চার ও ৪ ছক্কায় ৫৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন জস বাটলার৷

টানা ৪ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠেছে রাজস্থান। অন্যদিকে ৫ ম্যাচে ১ জয় ও ৪ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে আট নাম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷

আরও পড়ুন:

সেঞ্চুরি করেও যে কারণে লজ্জায় পড়লেন বিরাট

মুস্তাফিজ বিহীন চেন্নাইকে সহজেই হারাল হায়দরাবাদ

জাতীয় দলের জার্সিতে নেইমারের হ্যাটট্রিক কয়টি?

একসময় খেলতেন বাবা, সেই ক্লাবে যোগ দিলেন জমজ দুই ছেলে

আর্সেনালকে দুইয়ে ঠেলে শীর্ষস্থান দখল করল লিভারপুল

‘পার্পল ক্যাপ’ এখনও দখলে রেখেছেন মুস্তাফিজ, আর কতদিন পারবেন?

আইপিএলে চেন্নাইয়ের ম্যাচসহ আজকের খেলা (৫ এপ্রিল ২৪)

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/টিএইচ/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট