
গেল বছর মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যেখানে ২-১ গোলে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সেই মালদ্বীপকে ৩-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে বাংলাদেশ ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতি সেরে নিল ভারত। জয়ের ধারায় ফিরলেও স্কোয়াডে বড় ধাক্কা খেয়েছে ব্লু টাইগাররা।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচে চোটের কবলে পড়েছেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্দেজ। ম্যাচের ৪১ মিনিটে ইনজুরির শিকার হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি। পরে কোচ মানোলো মার্কেজ নিশ্চিত করেছেন, বাংলাদেশ ম্যাচে খেলতে পারবেন না ব্রেন্ডন। একের পর এক ফুটবলার হারিয়ে দারুণ অস্বস্তিতে পড়েছেন ভারত কোচ মানোলো মার্কেজ।
সংবাদ সম্মেলনে মানোলো বলেন, ‘এটা নিশ্চিত ব্রেন্ডন থাকছে না। আমরা কাউকে ডাকবো। ব্রাইসনকে নেয়া হবে স্কোয়াডে। যে আজ স্ট্যান্ডে ছিল। কিন্তু দেখা যাক কোন খেলোয়াড়– আসলে এটা দুর্ভাগ্য যে আইএসএলে শেষ ম্যাচে আমাদের তিনজন খেলোয়াড়কে হারাতে হয়েছে। সঙ্গে আগেরদিন ব্রেক সেশনে মানভির সিংকে হারাতে হয়েছে।’
আরও পড়ুন:
» প্রজন্মের প্রতিভাবান ফুটবলার তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ!
» সাকিবের ফিরে আসার খবরে খুশি সাবেক ক্রিকেটাররা
শুধু ব্রেন্ডনই নন, ইনজুরির কারণে ভারতের স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লালিয়ানজুয়ালা ছাংতে এবং মানভির সিং। ভারতের বর্ষসেরা ফুটবলার ছাংতে ছিলেন ব্লু টাইগারদের আক্রমণভাগের অন্যতম ভরসা। আইএসএলে মুম্বাই সিটি এফসির হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন এই রাইট উইঙ্গার।
এদিকে ভারতের আরেক স্ট্রাইকার মানভির সিংকেও স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেত্রীর অবসরের পর ভারতের আক্রমণভাগে বড় ভরসা ছিলেন মানভির। তবে ইনজুরির কারণে তাকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামানো হবে না। পুনর্বাসনের জন্য তিনি নিজ ক্লাব মোহন বাগান সুপার জায়ান্টসে ফিরে গেছেন।
বাংলাদেশ ম্যাচের আগে একের পর এক ফুটবলার হারানো ভারতের জন্য বড় ধাক্কা। তবে ৩-০ ব্যবধানের জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের বড় আত্মবিশ্বাস থাকবে হামজা চৌধুরীকে দলে অন্তর্ভুক্তি।
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৫/এফএএস
