Connect with us
ক্রিকেট

ভারতের শিবিরে বড় ধাক্কা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ২ পরিবর্তন

Team India
ভারত ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

শেষ পর্যন্ত শঙ্কাটাই হলো সত্য। শোনা যাচ্ছিল পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল শেষ পর্যন্ত নাও থাকতে পারেন ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ। এবার ভারতের চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় তেমনটাই উঠে এলো। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে খেলা হচ্ছে না দলটির পেস ইউনিটের নেতৃত্ব দেয়া বুমরাহর। নিঃসন্দেহে যা ভারতের জন্য বড় দুঃসংবাদ।

আর এই তারকা পেসারের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী হর্ষিত রানা। যেখানে ওয়ানডে ক্রিকেটে এই বোলারের অভিষেক হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই। খুব চমক জাগানো পারফরম্যান্স করছেন তেমনটা নয়। মূলত গেল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুন খেলার পুরস্কার স্বরূপ এই সুযোগ পেয়েছেন তিনি।

Jasprit Bumrah

জসপ্রিত বুমরাহ।

তবে জসপ্রিত বুমরাহর অভাব পূরণ করার মতো কোন বোলার খুঁজে পাবে না ভারত। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল থেকে পরিবর্তন এসেছে আরও একটি। দল থেকে বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল। দলে চমক হিসেবে এই ওপেনার ব্যাটারের পরিবর্তে জায়গা পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। মূলত বুমরাহকে হারিয়ে নিজেদের বোলিং লাইনআপ আরও শক্তিশালী করতে চেয়েছে ভারত।


আরও পড়ুন:

» এগিয়ে থেকেও হারল ম্যানসিটি, রিয়ালের দুর্দান্ত কামব্যাক

» পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আজকের খেলা (১২ ফেব্রুয়ারি ২৫)


এই নিয়ে ভারতের স্কোয়াডে স্পিনার সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ। যেখানে বরুণ ছাড়াও আছেন– কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দরের, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। তবুও ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটার খেতাব পাওয়া বুমরাহকে মিস করবেই দলটি। এদিকে চূড়ান্ত দলে জায়গা না পেলেও রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন জয়সওয়ালসহ তিন জন। তবে কেবল প্রয়োজন পড়লেই তাদের ডাকা হবে দুবাইয়ে।

ভারতের চূড়ান্ত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ–অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।

রিজার্ভ খেলোয়াড়: যশস্বী জয়সোয়াল, মোহাম্মদ সিরাজ ও শিবম দুবে।

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৫/এফএএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট