
ঘরের মাঠে বিশ্বকাপ। তাই নিজেরা একটু নড়েচড়েই বসেছে যুক্তরাষ্ট্র। ক্রিকেটে নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করেছে। আর সেই শক্তিতে কুপোকাত হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক এই সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজ হারলেও শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই সিরিজ শেষে ইতিবাচক দিকও দেখছেন দলনায়ক নাজমুল হাসান শান্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ১০ উইকেটের বড় এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পাবে দল, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানান শান্ত। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ (এই জয়ের জন্য)। আজ আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করে দেখিয়েছে। এই ম্যাচের আগে আমাদের যে পরিকল্পনা ছিল, সেটি তারা পুরোপুরিই বাস্তবায়ন করতে পেরেছে।’

বড় জয়ের পর সাকিবদের সাথে সেলফি তুলতে আবদার করেন ভক্তরা। ছবি -বিসিবি
এরপর সিরিজ হারের জন্য হতাশা এবং সান্ত্বনার জয়ে ইতিবাচকতাও দেখছেন শান্ত, ‘সিরিজ হেরে গিয়েছি, সে জন্য অবশ্যই আমরা হতাশ। সত্যি কথা বলতে, আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা আজ ভালোভাবে জিতেছি, সিরিজটি ভালোভাবে শেষ করেছি। এটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে, আত্মবিশ্বাস দেবে। আমরা এখন জানি কন্ডিশন কেমন হতে পারে এবং আশা করছি সামনে ভালো করতে পারব।’
এই ম্যাচে ৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। যা বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন ফিজ। তার এই পারফর্ম্যান্স দলের জন্য ভালো ভূমিকা রাখবে বলেও মনে করেন শান্ত।

এক ম্যাচে ৬টি ও ৩ ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজ সেরা মুস্তাফিজ। ছবি- বিসিবি
গতকাল আগে ব্যাট করতে নেমে ১০৪ রানেই অলআউট হয় যুক্তরাষ্ট্র। ছোট লক্ষ্য টপকাতে গিয়ে কোনো উইকেট পড়তে দেননি দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তানজিদ ৫৮ ও সৌম্য ৪৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ২-১ ব্যবধানে সিরিজ জেতে যুক্তরাষ্ট্র, হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ।
আরও পড়ুন: আইপিএলের হাইভোল্টেজ ফাইনালসহ আজকের খেলা (২৬ মে ২৪)
ক্রিফোস্পোর্টস/২৬মে২০২৪/এজে
