Connect with us
ফুটবল

গুয়েতেমালার জালে গুনে গুনে ৪ গোল দিল মেসি-মার্টিনেজ

Crifo Argentina Messi
গুয়েতমালার জালে এক হালি গোল দিল মেসি-মার্টিনেজ

এক সপ্তাহ পরই শুরু হবে কোপা আমেরিকার জমজমাট আসর। এর আগে সব দলই নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে। আজ নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ৪-১ গোলের বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির ম্যাজিকে গুয়েতেমালাকে ৪-১ গোলে হারায় কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।

বড় জয়ের স্বস্তি নিয়ে কোপা শুরু করবে লিওনেল স্কালোনির শিষ্যরা। আর এই ম্যাচে ফরম্যাশনেও কিছুটা পরিবর্তন আনেন কোচ। ৪-৩-৩-এর পরিবর্তে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজান। গুয়েতমালার বিরুদ্ধে আক্রমণে লিওনেল মেসির সঙ্গে ছিলেন লাউতারো মার্টিনেজ।

আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোল করা অ্যাঞ্জেল ডি মারিয়াকে বিশ্রামে রাখেন মেসিদের গুরু। গুয়েতেমালার বিপক্ষে আগে দুই ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড লা আলবিসেলেস্তাদের। এ ম্যাচেও সেই রেকর্ড ধরে রাখল আর্জেন্টাইনরা।

শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচের শুরুতে নিজেদের ভুলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। দূরের পোস্টে রুবিনের ফ্লিক শট, ডিফেন্ডার মার্টিনেজের পায়ে লেগে গোলকিপার মার্টিনেজের পাশ দিয়ে বল চলে যায় নিজেদের জালে।আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। কিন্তু পরে গুনে গুনে চারটি গোল করেছে আলবাসিলেস্তারা।

ম্যাচের ১২ মিনিটের সময় ভুল পাসে বল যায় মেসির কাছে। আর ১০ গজ বাইরে থেকে অনেকটা খালি পোস্টে গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন অধিনায়ক। পরে ৩৯ মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ওই সময় ডি বক্সে মেসির পাস ধরতে গেলে ফাউলের শিকার হন কার্বোনি।রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে, সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। ২-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে আরও চমক দেখান মেসি। ৬৬ মিনিটে মেসির নিঁখুত পাস থেকে দুর্দান্ত গোলে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন লাউতারো। এর কয়েক মিনিট আহে বদলী হিসেবে মাঠে নামেন ডি মারিয়া।

মাঠে নামার ১৫ মিনিটের মধ্যে ঝলক দেখান ডিমারিয়া। তার দুর্দান্ত অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি। ৪-১ গোলের জয়ে কোপার প্রস্তুতি সেরেছে মেসিরা। আগামী ২১ জুন ভোরে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন:

দক্ষিণ আফ্রিকার কাছে নেপালের ১ রানের আক্ষেপ

মালয়েশিয়ায় স্বর্ণপদক জিতলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল