অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর ম্যাক্সওয়েলের এই রেকর্ডের ম্যাচে ৬ উইকেটের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে পড়লো নিউজিল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১০৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন অ্যারন ফিঞ্চ। সেই রেকর্ড ভেঙেছেন ম্যাক্সি।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছিল স্বাগতিক নিউজিল্যান্ড। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ২১৫ রানের বিশাল সংগ্রহ জমা করেও ম্যাচ নিরাপদ রাখতে পারেনি কিউইরা। অজি ক্রিকেটারদের দাপুটে ব্যাটিংয়ে শেষ বলে বাউন্ডারি হাকিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
এদিন নিউজিল্যান্ডের মাঠে নামার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১০৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন গ্লেন ম্যাক্সওয়েল। রেকর্ডের দিনেও ব্যাটে অগ্নি ঝড়িয়েছেন এই অজি ক্রিকেটার। বড় লক্ষ্যের জবাবে চার নম্বরে নেমে মাত্র ১১ বলে খেলেন ২৫ রানের একটি ক্যামিও ইনিংস। মিচেল মার্শের সঙ্গে গড়েছিলেন একটি দুর্দান্ত জুটি।
নিউজিল্যান্ডের দেওয়া ২১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো শুরুর আভাস দেন ওপেনার ট্রাভিস হেড। তবে ১৫ বলে ২৪ রান করেই অ্যাডাম মিলনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর অধিনায়ক মিচেল মার্শকে সঙ্গে নিয়ে জুটি গড়েন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩ ছক্কা এবং ১ চারে ওয়ার্নার খেলেন ২০ বলে ৩২ রানের একটি অসাধারণ ইনিংস।
এরপর ওয়ার্নার আউট হলে ম্যাক্সওয়েলকে নিয়ে জয়ের পথে এগোতে থাকে মিচেল মার্শ। তাদের মধ্যে ২৩ বলে ৪২ রানের জুটি ভাঙ্গে লকি ফার্গুসনের বলে ম্যাক্সওয়েল আউট হলে। এরপর জশ ইংলিশ এবং টিম ডেভিডকে সঙ্গে নিয়ে বাকি ম্যাচ শেষ করেন অধিনায়ক মিচেল মার্শ। তিনি খেলেন ৪৪ বলে ৭২ রানের অপরাজিত একটি ইনিংস।
তবে ম্যাচ জয়ে বিশেষ ভূমিকা রাখেন টিম ডেভিড। শেষ দিকে ১০ বলে ৩১ রানের দুর্দান্ত এক ব্যাটিং প্রদর্শন করেন তিনি। শেষ তিন বলে যখন প্রয়োজন ১২ রান, সেই সমীকরণ মিলিয়েই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেছেন ডেভিড। অজি ব্যাটারদের এমন দানবীয় ব্যাটিংয়ে ২১৫ রানের সংগ্রহ শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি স্বাগতিক নিউজিল্যান্ডের জয়ের জন্যে।
এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রর ফিফটিতে বড় সংগ্রহ দাড় করিয়েছিল স্বাগতিকরা। কনওয়ে করেছিলেন ৪৬ বলে ৬৩ রান এবং রাচিন রবীন্দ্র ছয়-ছক্কার ইনিংসে খেলেছিলেন ৩৫ বলে ৬৮ রানের একটি ইনিংস। ওপেনিংয়ে ১৭ বলে ৩২ রানের ঝড়ো ব্যাটিং করেন ফিন অ্যালেন।
শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আগামী ২৩ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বেলা ১২ টা ১০ মিনিটে অকল্যান্ডের ইডেন পার্কে মাঠে নামবে এই দু’দল।
আরও পড়ুন: শান্তর নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট, প্রত্যাশা নান্নুর
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৪/এফএএস