একটি তিন দিনের ম্যাচ এবং চারটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। আজ সোমবার (২৯ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। এ ম্যাচে সফরকারীদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে আরব আমিরাত। জবাবে ৩৪.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।
মিরপুরে আগে ব্যাট করতে নেমে ব্যর্থ হন আমিরাতের টপ অর্ডারের তিন ব্যাটার। অধিনায়ক আরিয়ান সেক্সেনা করেন মাত্র ২ রান। আরেক ওপেনার নুরুল্লাহ আয়ুবি রানের খাতা খুলতে ব্যর্থ হন। তিনে নামা ফাইসুর রহমান করেন ৭ রান।
আরও পড়ুন:
» চট্টগ্রাম টেস্ট : দুই সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার
» ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে মুম্বাই টেস্টে যে পরিকল্পনা ভারতের
টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডার ব্যাটারদের রানে ভর করে এগোতে থাকে সফরকারীরা। দলটির পক্ষে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ রায়ান খান। রানআউটের শিকার হয়ে ৪৯ রান করে ফিরে যান এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ আসে কিরণ রায় ও মাদাভ মনোজের ব্যাট থেকে। দুজনেই সমান ২৬ রান করে যোগ করেছেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন সাদ ইসলাম রাজিন। এছাড়া রাফিউজ্জামান রাফি ৩টি উইকেট পেয়েছেন।
১৬৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারকে (২) হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম মিলে ১১৬ রান যোগ করেন। রিফাত (৭১) ফিরে ফেলে কালাম সিদ্দিকিকে নিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৭১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক তামিম। সফরকারীদের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আরিয়ান সেক্সেনা ও উদ্দিশ সুরি।
এর আগে সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে গেছে। দ্বিতীয় ম্যাচটি রাজশাহীতে হওয়ার কথা থাকলেও ঢাকায় সরিয়ে আনা হয়েছে। এতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশের যুবারা।
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/বিটি