সরকারের পদত্যাগের পর পরিবর্তনের আভাস মিলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বোর্ডের যেসব কাজ প্রশ্নবিদ্ধ ছিল, সেগুলো নিয়ে এতদিন মুখ খুলেননি কোনো ক্রিকেটার। তবে এবার একে একে মুখ খুলছেন ক্রিকেটাররা।
সম্প্রতি বিসিবির সমালোচনা করেছেন রুবেল হোসেন ও ইমরুল কায়েস। তারা চান বিসিবিতে যাদের কাজ প্রশ্নবিদ্ধ, তাদেরকে পরিবর্তন করে নতুনত্ব আনা হোক। এবার এসব প্রসঙ্গে কথা বলেছেন ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয়। তারও চাওয়া বিসিবি যেসব জায়গায় অস্বচ্ছ ছিল সেসব জায়গায় স্বচ্ছতা ফিরিয়ে আনবে।
আসন্ন পাকিস্তান সফরকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ আগস্ট) মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিজয়। এ সময় বোর্ডে স্বচ্ছতা ফিরিয়ে আনা প্রসঙ্গে এই ব্যাটার বলেন, ‘ক্রিকেট বোর্ডের সবার ক্ষেত্রেই স্বচ্ছ থাকাটা জরুরি। আমি কেন দলে খেলছি, কেন বাদ পড়ছি, কোথায় খেলছি ,দলে আমি কতটুকু সুযোগ-সুবিধা পাচ্ছি। এই জিনিসগুলো যেন প্রশ্নবিদ্ধ না থাকে। আমাদের সহযোগিতা করার জন্য ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে। যারা ভবিষ্যতে দায়িত্বে আসবেন তারাও সহযোগিতা করবেন। আশা করি যেসব জায়গায় গ্যাপ থাকবে সেগুলো পূরণ করে এগিয়ে যেতে পারবো।’
আরও পড়ুন:
» সাইফউদ্দিনের আকস্মিক ছুটি, বদলি হিসেবে সুযোগ পাচ্ছেন যিনি
» ক্রিকেটার সাকিবকে দলে চান বিজয়
বিজয় মনে করেন দেশের ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ রয়েছে। তবে হুট করেই নয়, সেগুলো পর্যায়ক্রমে সম্ভব বলে বিশ্বাস করেন এই উইকেটরক্ষক ব্যাটার, ‘আমি মনে করি আমাদের ক্রিকেটে বড় পরিসরে পরিবর্তনের সুযোগ রয়েছে । ধীরে ধীরে সেটা পরিবর্তন হচ্ছে এবং সামনেও হবে। কিন্তু হুট করেই পরিবর্তন সম্ভব নয়। এগুলো পর্যায়ক্রমে হওয়া সম্ভব।’
দেশের জনগণকে সঙ্গে নিয়েই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা বিজয়ের, ‘দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটা জনগণ পরিবর্তন আশা করে। আমরা যে পেশাতেই থাকি না কেন, আমার কাছে মনে হয় সবার আগে আমরা জনগণ। যেটা আমরা প্রাপ্য সেটার ওপর আমাদের অধিকার আছে। আমরা সবাই চাইবো সবকিছু গোছানোভাবে এগিয়ে যাক। দেশের সবাই মিলে আমরা যেন এগিয়ে যেতে পারি।’
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/বিটি