টি-টোয়েন্টির সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম শক্তিশালী এই দলটিকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। বিশেষ করে জাকের আলি-শামীম হোসেনদের পাওয়ার হিটিং নিয়ে বেশ আলোচনা চলছে। তবে এরমাঝে একটি ভিন্ন বিষয়েও এই দুই ব্যাটারকে নিয়ে আলোচনা চলছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ‘স্পিরিট অব ক্রিকেট’- এর এক অনন্য নজির গড়েছেন জাকের ও শামীম। আর এ কারণেই বেশ প্রশংসায় ভাসছেন এই দুই ব্যাটার। এমনকি আইসিসির দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে বলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী বোলার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
মূলত শেষ টি-টোয়েন্টি বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ঘটে এই ঘটনা। ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলে গুদাকেশ মোটির বল মোকাবিলা করে ডিপ মিড উইকেটে পাঠান জাকের। তবে বলটা হাওয়ায় থাকায় দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরার চেষ্টা করেন ওবেদ ম্যাককয়। তবে ক্যাচ ধরতে ব্যর্থ হন তিনি।
আরও পড়ুন:
» ক্যারিবিয়ানদের হারিয়ে যত রেকর্ড গড়ল বাংলাদেশ
» বছরের সর্বশেষ বোর্ডসভা ডেকেছে বিসিবি, হতে পারে যেসব আলোচনা
এসময় ডাইভ দেওয়ায় কিছুটা চোট পান ম্যাককয়। তখন ব্যথায় কাতর হয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। এরই মধ্যে দুই রান নিয়ে নেন জাকের-শামিম। এরপর সুযোগ ছিল তিন রান নেওয়ার। তবে ম্যাককয়ের মাটিতে কাতরানোর বিষয়টি খেয়াল করেন দুই ব্যাটার। এরপর তারা রান নেওয়া বন্ধ করে দেন।
এই দুই ক্রিকেটারের স্পোর্টসম্যানশিপ দেখে মুগ্ধ হন কমেন্ট্রি প্যানেলে থাকা ইয়ান বিশপ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তাদের প্রশংসা করেছে বিশপ। এমনকি আইসিসি যদি এবছরের ‘স্পিরিট অব ক্রিকেট’ নিয়ে কোনো পুরস্কার দেয়, সেখানে জাকের ও শামীমের এই ঘটনাটিকে পুরস্কৃত করার প্রস্তাব জানানবেন তিনি।
এ নিয়ে বিশপ লিখেছেন, ‘২০২৪ সালে যদি আইসিসি ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কারটি দিতে চায়, সেক্ষেত্রে আমার প্রস্তাব থাকবে জাকের আলী এবং শামীম হোসেনের সেই মুহূর্তটিকে পুরস্কার দেওয়ার যখন ওবেদ ম্যাককয় ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েছে দেখে দৌড়ে তৃতীয় রানটি নিতে অস্বীকৃতি জানায় তারা।’
উল্লেখ্য, তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ। টেস্টে ১-১ সমতার পর ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হেরে যায় টাইগাররা। এরপর টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/বিটি