বিপিএল শুরুর আগেও হয়তো কেউ জোর দিয়ে চট্টগ্রামের ফাইনালে খেলার কথা বলতে পারত না। তবে এবার দলের অলরাউন্ডার সৈকত আলী নিজেই মনে করছেন, চট্টগ্রামের সামর্থ্য রয়েছে ফাইনাল খেলার। শুধু তাই নয়, সেদিন ভালো খেললে শিরোপাও উঁচিয়ে ধরতে পারে চট্টলার এই ফ্রাঞ্চাইজিটি।
চলমান বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াডে ছিল না দেশি ক্রিকেটারদের মধ্যে তেমন কোন বড় নাম। বিদেশী তালিকায়ও খুব বেশি তারকা খেলোয়াড় নিয়মিত পায়নি দলটি। তবে মাঠের পারফরমেন্সে ঠিকই নজর কেড়েছে তুষার ইমরানের দল। শুভাগত হোমের নেতৃত্বে আগেভাগেই প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম।
আজ শুক্রবার মিরপুরে দলীয় অনুশীলন শেষে সৈকত আলী দলের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন, ‘আমরা তো আসলে প্রথম থেকেই খাতা কলমে সাত নম্বর দল ছিলাম, সবাই বলছিল মিডিয়া বলছিল। এখন যেহেতু আমরা এ পর্যন্ত সেরা চারে আসতে পেরেছি আমাদের ভেতরে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।’
প্লে-অফ নিশ্চিন্তের পর এখন ফাইনাল খেলা নিয়ে নিজেদের স্বপ্নের কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। সৈকত বলেন, ‘আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারব। সুতরাং দেখা যাক এখন তো মাঠে খেলতে হবে আমাদের। আমরা যদি ভালো খেলি আমরা ওইদিন জিতব।’
বিপিএলে নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথা নিয়ে তিনি বলেন, ‘আমার সবসময় লক্ষ্য থাকে প্রথমে দলের জন্য খেলা। সেটা দল যেভাবে আমার কাছ থেকে সাপোর্টটা চাইবে সেটা দেওয়ার চেষ্টা করি। দল যদি আমার কাছ থেকে কুইক রান চায় সেটারই চেষ্টা করি। যদি দল চায় কিছুক্ষণ উইকেটে থাকি সেটাও চেষ্টা করি।’
বিপিএলে সৈকত দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে খেলছেন। তিনি আরও বলেন, ‘না আসলে টি-টোয়েন্টি খেলাতে এরকম পরিবর্তন তো হতেই পারে। আমিও যখন ঘরোয়া ক্রিকেট খেলি সবসময় ওপেনিং করি। টি-টোয়েন্টিতে আমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, আমি অনুশীলনে চেষ্টা করি নিজেকে ওইভাবে গড়ে তুলতে।’
আরও পড়ুন: দিল্লির অধিনায়ক হয়েই ক্রিকেটে ফিরবেন ঋষভ পান্ত
ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৪/এফএএস