Connect with us
ফুটবল

লাল-হলুদের সাথে ফুটবলে চালু হতে যাচ্ছে নীল কার্ড

Blue cards are going to be introduced in football
দীর্ঘ ৫৪ বছর পর ফুটবলে নতুন কোনো কার্ড যুক্ত হতে যাচ্ছে। ছবি- সংগৃহীত

লাল ও হলুদ কার্ডের পাশাপাশি ফুটবলে এবার চালু হতে যাচ্ছে নীল কার্ড বা ব্লু কার্ড৷ এতে দীর্ঘ ৫৪ বছর পরে ফুটবলে যুক্ত হচ্ছে নতুন কোনো কার্ড। সর্বশেষ ১৯৭০ সালের বিশ্বকাপকে সামনে রেখে চালু করা হয় লাল ও হলুদ কার্ড৷ ব্রিটিশ গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ বলছে, আগামী মৌসুমেই নীল কার্ড বা ব্লু কার্ড চালু করার চিন্তাভাবনা করে রেখেছে ফুটবলের সর্বোচ্চ আইন প্রণশনকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড(আইএফএবি)। 

তবে ব্লু কার্ড প্রচলণে আপত্তি তুলেছে স্বয়ং ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘এখনি শীর্ষস্তরের ফুটবলে নীল কার্ড ব্যবহার নিয়ে কথাবার্তা ‘অগ্রীম’। এমন কোনো পদ্ধতি চালু করতে হলে সেটি আগে নিচের স্তরে ফুটবলে সীমাবদ্ধ থাকা উচিত। সেখান থেকে যাচাই-বাছাই করে শীর্ষ স্তরে আসবে ব্লু কার্ড৷’

এদিকে আইএফএবি জানিয়েছে, ‘তৃণমূল বা নিচু স্তরের ফুটবলে নীল কার্ডের পরীক্ষামূলক ব্যবহারে তারা সফল হয়েছে এবং এই কার্ড তারা আরও ছড়িয়ে দিতে চায়। ইংল্যান্ড ও ওয়েলসের তৃণমূল ফুটবলেও এই কার্ডের পরীক্ষামূলক ব্যবহার হয়েছে।’

কেন দেওয়া হবে নীল কার্ড?

প্রতিপক্ষ দলের কোনো সম্ভাবনাময় আক্রমণকে গুরুতর কোনো ফাউল করে নস্যাৎ করে দেওয়া কিংবা রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করা বা বাজে ব্যবহার করা খেলোয়াড়কে দেওয়া হবে ব্লু কার্ড৷ তবে এক্ষেত্রে খেলোয়াড় কর্তৃক ফাউল লাল কার্ডের মতো গুরুতর হবে না, অর্থ্যাৎ মাঝামাঝি অবস্থানে থাকবে৷

নীল কার্ড দেওয়া খেলোয়াড়কে ১০ মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে৷ একই ম্যাচে একাধিক খেলোয়াড়কে নীল কার্ড দেওয়া যাবে৷

দুই নীল কার্ডে এক লাল কার্ড

কোনো খেলোয়াড়কে যদি রেফারি দুইটি নীল কার্ড দেখায় তাহলে তাঁকে পরক্ষণেই লাল কার্ড দেখানো হবে। অর্থ্যাৎ দুটি নীল কার্ড দেখা মানেই লাল কার্ড দেখার সমান। আবার একটি হলুদ কার্ড ও নীল কার্ড দেখার সম্মিলিত ফলাফল হবে লাল কার্ড৷

কবে শুরু হতে পারে নীল কার্ডের প্রচলণ?

প্রাথমিকভাবে ফিফা ও উয়েফা নীল কার্ড ব্যবহারে নারাজ৷ সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লীগ, ইউরো কিংবা শীর্ষস্থানীয় লীগে আপাতত দেখা যাবে না ব্লু কার্ডের ব্যবহার। তবে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ বলছে, আগামী মৌসুম থেকে এফএ কাপ পুরুষ ও মহিলা উভয় বিভাগে দেখা যেতে পারে নীল কার্ড বা ব্লু কার্ডের প্রচলণ৷

ব্লু কার্ডে ব্যবহারকে ‘না’ বলে দিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফেরিন। নীল কার্ড ব্যবহারের প্রস্তাবের প্রতিক্রিয়া তিনি বলেছেন, ‘তাহলে ফুটবল আর ফুটবল থাকবে না।’

আরও পড়ুন: সাবেকদের বিশ্বকাপ: খেলবেন রোনালদিনহো, কাকা, ল্যাম্পার্ড, টট্টি 

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল