হার দিয়ে আসর শুরু করা বার্সেলোনা পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছে। এরপর থেকে চ্যাম্পিয়ন্স লিগে টানা জয়ে চলছে আসর। গত রাতে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় স্থানে উঠেছে বার্সেলোনা।
বুধবার রাতে জার্মান ক্লাবটির মাঠে কাতালান জায়ান্টদের রোমাঞ্চকর জয় ৩-২ ব্যবধানে। জোড়া গোল করে জয়ের নায়ক বদলি নামা ফেররান তরেস। ডর্টমুন্ডের মাঠে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ।
বার্সার রাফিনিয়া-জুলকুন্দের মতো ডর্টমুন্ডের সাবিৎজার-গুরাসি সুযোগ নষ্ট করায় গোলশূন্যতে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় অতিথি দল। দানি ওলমোর থ্রু বল ধরে চমৎকার শটে ঠিকানা খুঁজে নেন রাফিনিয়া। চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৭টি।
আরও পড়ুন :
» বাংলাদেশের ওয়ানডে ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১২ ডিসেম্বর ২৪)
» দীর্ঘদিন পর মাঠে ফিরে প্রত্যাশিত ব্যাটিং করতে ব্যর্থ তামিম
ছয় মিনিট পর পেনাল্টিতে গোল শোধ দেন গুরাসি। ৭১ মিনিটে লেভানদোভস্কি, রাফিনিয়া ও ওলমোর জায়গায় ফেররান তরেস, ফ্রেংকি ডি ইয়ং ও ফের্মিন লোপেসকে নামিয়ে চার মিনিটের মধ্যে সাফল্য পান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। দলকে এগিয়ে নেন ফেররান।
তিন মিনিট পর গুরাসির গোলে আবার সমতা ফেরায় ডর্টমুন্ড। ৮৫ মিনিটে ইয়ামালের পাস থেকে ফেররানের দ্বিতীয় গোলে জয়েই মাঠ ছাড়ে বার্সা।
হারে আসর শুরুর পর টানা পাঁচ জয়ে ৬ ম্যাচে পয়েন্ট হলো তাদের ১৫। টানা ছয় জয়ে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে যা তিন পয়েন্ট কম। সমান খেলায় ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে ডর্টমুন্ড।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/এজে