বেশ জমজমাট ভাবেই সম্পন্ন হয়েছে দেড় মাস ব্যাপী চলা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। সদ্য সমাপ্ত এই টুর্নামেন্টে তামিম ইকবালের নেতৃত্বে প্রথম বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে রেকর্ড চারবারের শিরোপা জয়ী কুমিল্লাকে হারিয়ে ট্রফি উদযাপন করে তামিম বাহিনী। বিপিএল ২০২৪ এ কে কত টাকা প্রাইজমানি পেল?
এর আগে তিনবার ফাইনাল খেললেও বিপিএলের শিরোপা ছুয়ে দেখা হয়নি বরিশালের। তবে এবার সেই আক্ষেপ ঘুচেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েই। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম বিপিএলেও নিজের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন ফরচুন বরিশালকে।
নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও গোটা আসরে তামিম ছিলেন উজ্জ্বল। বিপিএলের এই দশম আসরে ১৫ ম্যাচ খেলে তিনি করেছেন সর্বোচ্চ ৪৯২ রান। ভেঙেছেন ২০১৬ সালে বিপিএলে নিজের করা সর্বোচ্চ রানের রেকর্ড। দলকে শিরোপা জিতিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
এটিকে গ্রুপ পর্বে আগেভাগেই দুর্দান্ত ঢাকা বিদায় নিলেও সেই দলের শরিফুল ইসলাম পেয়েছেন আসরে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার। ১২ ম্যাচে হাত ঘুরিয়ে তিনি তুলে নিয়েছেন আসরে সর্বোচ্চ ২২ উইকেট। বিপিএলে তারই আরেক সতীর্থ নাঈম শেখ জিতেছেন টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার।
ফাইনালে ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম করে ফাইনাল সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন কাইল মায়ার্স। বল হাতে ১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাটিংয়েও কাইল মায়ের্স ছিলেন উজ্জ্বল। ৩০ বলে খেলেন ৪৬ রানের একটি দারুণ ইনিংস। টুর্নামেন্ট শেষে পেয়েছেন ফাইনাল সেরার পুরস্কার।
তারকায় ঠাসা ফরচুনদের এবারের আসরে অন্যতম ফেভারিট দল হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। যদিও শুরুর দিকে বেশ বেগ পেতে হয়েছিল তামিমদের। এক পর্যায়ে গ্রুপ পর্ব থেকে প্লে-অফ নিশ্চিত করাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল এ ফ্র্যাঞ্চাইজিটির জন্য। সেখান থেকে দুর্দান্তভাবে কামব্যাক করে বিপিএলের শিরোপাটা উঁচিয়ে ধরলো ফরচুন বরিশাল। যার সামনে থেকে নেতৃত্বে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এবার আলোচনায়, বিপিএল ২০২৪ এ কে কত টাকা প্রাইজমানি পেল?
বিপিএল ২০২৪ এ কে কত টাকা প্রাইজমানি পেল? পুরস্কারের তালিকা
চ্যাম্পিয়ন টিম : ফরচুন বরিশাল (২ কোটি টাকা)
রানার্স-আপ টিম : কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১ কোটি টাকা)
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : তামিম ইকবাল – ৪৯২ রান (১০ লাখ টাকা)
প্লেয়ার অব দ্য ফাইনাল : কাইল মায়ার্স – ১ উইকেট ও ৪৬ রান (৫ লাখ টাকা)
সর্বোচ্চ রান সংগ্রাহক : তামিম ইকবাল – ৪৯২ রান (৫ লাখ টাকা)
সর্বোচ্চ উইকেট শিকারি : শরিফুল ইসলাম – ২২ উইকেট (৫ লাখ টাকা)
বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট: নাঈম শেখ – ৮ ক্যাচ (৩ লাখ টাকা)।
আরও পড়ুন: সানরাইজার্স হায়দরাবাদে হঠাৎ পরিবর্তন, নতুন কোচ কে?
ক্রিফোস্পোর্টস/৩মার্চ২৪/এফএএস