বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলের একাদশ আসর রয়েছে অনেকটা মাঝপথে। এরই মধ্যে সমাপ্ত হয়েছে টুর্নামেন্টের প্রথম ঢাকা পর্ব এবং সিলেট পর্বের খেলা। দুই দিনের বিরতি দিয়ে আগামীকাল থেকে এবারের বিপিএল গড়াবে বন্দরনগরী চট্টগ্রামে। যেখানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের পরবর্তী ১২ ম্যাচ।
আগামীকাল ১৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলে এবারের চট্টগ্রাম পর্বের খেলা। এরপর আগামী ২৩ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা।
বিপিএলের এই তিন পর্ব শেষে টুর্নামেন্ট আবারও ফিরে আসবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে লিগ পর্বের শেষ ১০ ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার খেলা হবে পরবর্তী ৩ ফেব্রুয়ারি। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। শিরোপার এই লড়াই দিয়ে শেষ হবে এবারের বিপিএল টুর্নামেন্ট।
আরও পড়ুন:
» বিপিএলের মাঝপথে দলের শক্তি বাড়াল খুলনা
» পিএসএলে কত টাকা পারিশ্রমিক পাবেন নাহিদ-রিশাদ-লিটনরা?
বিপিএলের মাঝামাঝি সময়ে এসে পয়েন্ট তালিকায় ৭ ম্যাচের প্রতিটি ১৪ পয়েন্ট নিয়ে আসরের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। সমান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল। সমান ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে রয়েছে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। এছাড়া মাত্র এক ম্যাচ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ঢাকা ক্যাপিটালস।
একনজরে চট্টগ্রাম পর্বের ম্যাচসূচি :
তারিখ | ম্যাচ | সময় |
১৬ জানুয়ারি | ফরচুন বরিশাল–ঢাকা ক্যাপিটালস | দুপুর ১-৩০ মিনিট |
১৬ জানুয়ারি | চিটাগং কিংস–খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬-৩০ মিনিট |
১৭ জানুয়ারি | দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্স | দুপুর ২টা |
১৭ জানুয়ারি | চিটাগং কিংস–রংপুর রাইডার্স | সন্ধ্যা ৭টা |
১৯ জানুয়ারি | চিটাগং কিংস–ফরচুন বরিশাল | দুপুর ১-৩০ মিনিট |
১৯ জানুয়ারি | দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬-৩০ মিনিট |
২০ জানুয়ারি | ঢাকা ক্যাপিটালস–সিলেট স্ট্রাইকার্স | দুপুর ১-৩০ মিনিট |
২০ জানুয়ারি | চিটাগং কিংস–দুর্বার রাজশাহী | সন্ধ্যা ৬-৩০ মিনিট |
২২ জানুয়ারি | চিটাগং কিংস–ঢাকা ক্যাপিটালস | দুপুর ১-৩০ মিনিট |
২২ জানুয়ারি | ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স | সন্ধ্যা ৬-৩০ মিনিট |
২৩ জানুয়ারি | দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স | দুপুর ১-৩০ মিনিট |
২৩ জানুয়ারি | খুলনা টাইগার্স–সিলেট স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬-৩০ মিনিট |
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৫/এফএএস