Connect with us
ক্রিকেট

বিপিএল ২০২৫ : কোচিং প্যানেলসহ সকল দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

bpl 2025 all team logo
বিপিএল ২০২৫। ছবি- সংগৃহীত

আজ ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। যেখানে সাত দল একে অপরের মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। টুর্নামেন্ট শুরুর আগের দিন জানা গেছে সকল দলের অধিনায়কের নাম। এবার এক নজরে দেখে নেয়া যাক বিপিএলে কোচিং প্যানেলসহ সকল দলের পূর্ণাঙ্গ স্কোয়াড।

ঢাকা ক্যাপিটালস

অধিনায়ক: থিসারা পেরেরা

দেশি ক্রিকেটার: লিটন কুমার দাস, তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, রহমতউল্লাহ আলি, মেহেদি হাসান রানা, আলাউদ্দিন বাবু, আসিফ হাসান ও হাবিবুর রহমান।

বিদেশি ক্রিকেটার: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), জেসন রয় (ইংল্যান্ড), স্টিভেন এসকেনাজি (ইংল্যান্ড), চাতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), শাহনাওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), জাহুর খান (সংযুক্ত আরব আমিরাত), ফারমানউল্লাহ শাফি (আফগানিস্তান), জেপি কোটজে (নামিবিয়া) ও শুভাম সুভাস রাঞ্জানা (যুক্তরাষ্ট্র)।

কোচিং প্যানেল: খালেদ মাহমুদ সুজন (প্রধান কোচ), সাঈদ আজমল (মেন্টর) ও ফয়সাল হোসেন (সহকারী কোচ)

ফরচুন বরিশাল

অধিনায়ক: তামিম ইকবাল

দেশি ক্রিকেটার: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, নাঈম হাসান, রিশাদ হোসেন, রিপন মন্ডল, আরিফুল ইসলাম, তানভির ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন ইমন ও প্রিতম কুমার।

বিদেশি ক্রিকেটার: দাভিদ মালান (ইংল্যান্ড), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), মোহাম্মদ নাবি (আফগানিস্তান), ফাহিম আশরাফ (পাকিস্তান), জাহান্দাদ খান (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড) ও মোহাম্মদ ইমরান (পাকিস্তান)।

কোচিং প্যানেল: মিজানুর রহমান (প্রধান কোচ), নাফিস ইকবাল (ব্যাটিং কোচ), হুমায়ুন কবির (সহকারী কোচ), শাহিন হোসেন (ফিল্ডিং কোচ) ও সাব্বির খান (ম্যানেজার)। 

রংপুর রাইডার্স

অধিনায়ক: নুরুল হাসান সোহান

দেশি ক্রিকেটার: নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, সাইফ হাসান, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, তৌফিক খান, কামরুল ইসলাম ও আজিজুল হাকিম তামিম।

বিদেশি ক্রিকেটার: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), সেদিকউল্লাহ আটাল (আফগানিস্তান), কার্টিস ক্যাম্পার (আয়ারল্যান্ড), খুশদিল শাহ (পাকিস্তান), আকিফ জাভেদ (পাকিস্তান) ও স্টিভেন টেলর (যুক্তরাষ্ট্র)।

কোচিং প্যানেল: মিকি আর্থার (প্রধান কোচ), মোহাম্মদ আশরাফুল (সহকারী কোচ), শাহরিয়ার নাফীস (ব্যাটিং পরামর্শক), মোহাম্মদ রফিক (মেন্টর ও স্পিন বোলিং কোচ) ও ফাহিম আমিন (ফিল্ডিং কোচ)। 

চিটাগং কিংস

অধিনায়ক: মোহাম্মদ মিঠুন

দেশি ক্রিকেটার: মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, পারভেজ হোসেন, শরিফুল ইসলাম, শামীম হোসেন, মারুফ মৃধা, আলিস আল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম ইসলাম, রাহাতুল জাভেদ, শেখ পারভেজ রহমান, মার্শাল আইয়ুব, ইফরান হোসেন ও নাবিল সামাদ। 

বিদেশি ক্রিকেটার: মঈন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), হায়দার আলি (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), গ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও’কনেল (অস্ট্রেলিয়া), খাওয়াজা নাফে (পাকিস্তান), লাহিরু মিলান্থা (যুক্তরাষ্ট্র), হুসাইন তালাত (পাকিস্তান), আলি রাজা (পাকিস্তান) ও জুবাইরউল্লাহ আকবারি (আফগানিস্তান)।

কোচিং প্যানেল: শন টেইট (প্রধান কোচ), শাহিদ আফ্রিদি (মেন্টর ও শুভেচ্ছাদূত), এনামুল হক জুনিয়র (সহকারী কোচ), মাহবুবুল আলম (ব্যাটিং কোচ)। 

দুর্বার রাজশাহী

অধিনায়ক: এনামুল হক বিজয়

দেশি ক্রিকেটার: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), আকবর আলি, জিসান আলম, ইয়াসির আলি, সানজামুল ইসলাম, সাব্বির হোসেন, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, মিজানুর রহমান ও এসএম মেহেরব হাসান।

বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), আরাফাত মিনহাজ (পাকিস্তান), সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা) ও সালমান মির্জা (পাকিস্তান)।

কোচিং প্যানেল: এজাজ আহমেদ (প্রধান কোচ), রাও ইফতিখার (সহকারী কোচ)। 

খুলনা টাইগার্স

অধিনায়ক: মেহেদী হাসান মিরাজ

দেশি ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, মাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মাহফুজুর রহমান রাব্বি ও আবু হায়দার।

বিদেশি ক্রিকেটার: লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান) ও দারভিশ রাসুলি (আফগানিস্তান)।

কোচিং প্যানেল: তালহা জুবায়ের (প্রধান কোচ), নাসিরউদ্দিন ফারুক (ব্যাটিং কোচ), মামুনুর রশিদ (সহকারী কোচ), মোহাম্মদ সেলিম (ফিল্ডিং কোচ), মহসিন শেখ (অ্যানালিস্ট)। 

সিলেট স্ট্রাইকার্স

অধিনায়ক: আরিফুল হক

দেশি ক্রিকেটার: আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান, জাকের আলি, রনি তালুকদার, নাহিদুল ইসলাম, আল আমিন হোসেন, রুয়েল মিয়া, নিহাদউজ্জামান, মেহেদি হাসান সোহাগ, টিপু সুলতান ও জাওয়াদ আবরার।

বিদেশি ক্রিকেটার: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জর্জ মানজি (স্কটল্যান্ড), রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান), রিস টপলি (ইংল্যান্ড), জন-রাস জাগেসার (ওয়েস্ট ইন্ডিজ) ও অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।

কোচিং প্যানেল: একেএম মাহমুদ ইমন (প্রধান কোচ), সৈয়দ রাসেল (সহকারী কোচ), তুষার ইমরান (ব্যাটিং কোচ), ডলার মাহমুদ (বোলিং কোচ), মুরাদ খান (ফিল্ডিং কোচ)। 

আরও পড়ুন: 

» ৮৭ বছরের রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ায় কীর্তি গড়ল দর্শকরা

» বিপিএলে একাধিক তারকার অনুপস্থিতি এবং দলগুলোর প্রত্যাশা

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট